কুড়মালি ভাষায় স্নাতকোত্তর পড়া যাবে,সরকারি উন্নয়ন প্রকল্পের বন্দোবস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীর
Kurmali language

The Truth of Bengal,Mou Basu: ২০১১ সালে রাজ্যে তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর রাজ্যে আদিবাসীদের প্রভূত উন্নতি হয়েছে। জঙ্গলমহলের জেলাগুলোর পরিকাঠামো ঢেলে সাজানো হয়েছে। অনগ্রসর শ্রেণির ও তপশিলি উপজাতি, আদিবাসীদের জন্য একের পর এক সরকারি উন্নয়ন প্রকল্পের বন্দোবস্ত করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার আদিবাসীদের মন জয় করতে আরো একবার উদ্যোগী হলেন তিনি।
এবার থেকে কুড়মালি ভাষায় স্নাতকোত্তর পড়া যাবে। ঝাড়গ্রামের সাধুরামচন্দ্র মুর্মু বিশ্ববিদ্যালয় কুড়মালি ভাষায় স্নাতকোত্তর পড়া যাবে। নিজের এক্স হ্যান্ডেলে একথা ঘোষণা করেছেন মমতা। তিনি লেখেন, ‘আনন্দের সঙ্গে জানাচ্ছি খুব শিগগিরই ঝাড়গ্রামের সাধুরামচন্দ্র মুর্মু বিশ্ববিদ্যালয় চালু হবে কুড়মালি ভাষা ও সংস্কৃতির ওপর স্নাতকোত্তর ডিগ্রি কোর্স।
‘২০১৮ সালে তৈরি হয় ঝাড়গ্রাম বিশ্ববিদ্যালয়। পরে এই বিশ্ববিদ্যালয়ের নাম হয় সাধুরামচন্দ্র মুর্মু বিশ্ববিদ্যালয়। আদিবাসী জীবন ও সংস্কৃতি নিয়ে গবেষণার লক্ষ্যে ও জঙ্গলমহলের সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণের লক্ষ্যে গড়ে উঠেছে দ্য সেন্টার ফর আদিবাসী স্টাডিজ অ্যান্ড মিউজিয়াম। ২০২১ সালের মে থেকে বিশ্ববিদ্যালয়ে পঠনপাঠন শুরু হয়।