
The Truth of Bengal: বাগান শিবিরের অন্যতম খেলোয়াড় আনোয়ারের চোট রয়েছে । যযেষ্ট চাপে রয়েছে মোহনবাগান । যদিও সরাসরি তিনি তা স্বীকার করেননি । তার গলায় বার বার আত্মবিশ্বাসের সুর ছিল চড়আ । তিনি বার বার বলেছেন কে আছে, কে নেই সেটা ভেবে লাভ নেই। আমাদের সব কিছুর জন্য তৈরি থাকতে হবে। আনোয়ারের ক্ষেত্রে তিনি বলেন , আনোয়ার গুরুত্বপূর্ণ সদস্য ছিল । কিন্তু আনোয়ার না থাকলেও কিছু হবে না দলের । ঠিক তাইই যেন হল । জামশেদপুর এফসির বিরুদ্ধে ৩-২ গোলে জয় পেল। উৎসবের আবহে এ এক বিরাট জয় ।
পিছিয়ে পড়েও বিপক্ষের ঘরের মাঠে দুর্দান্ত কামব্যাক করলেন মোহন তারকারা। গুরুত্বপূর্ণ খেলায় সাদিকু, লিস্টন ও কিয়ানের গোলে তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ল মোহনবাগান।শুধু আনোয়ার নয় । খেলায় এদিন ছিলেননা দলের তিন ফুটবলার। চোটের কারণে ছিলেন ডিফেন্ডার আনোয়ার আলি। এছাডাও জ্বরের কারণে মাঠে নামতে পারেননি কামিন্স। এমনকী ছিলেন না বুমোস। তারপরেও দাপুটে জয় । ৩-২ গোলে হারিয়েছে জামসেদপুরকে । যদিও ম্যাচের শুরুতে দাপট ছিল জামশেদপুরের। সেভাবে এগোতে পারেনি বাগান শিবির । কিন্তু ধীরে ধীরে তার বদলেছে। মাত্র সাত মিনিটের মাথায় গোল করে এগিয়ে যায় জামশেদপুর।
২৯ মিনিটের সাহাল ও মনবীরের দুরন্ত পাস থেকে গোল করেন সাদিকু। আইএসএলে এই প্রথম গোল করলেন আলবেনিয়ার নামী তারকা। বিরতির পরে আরও ভাল খেলতে শুরু করে মোহনবাগান। গোটা মাঠে দাপিয়ে খেলা শুরু করেন সাহালরা। ৫০ মিনিটে লিস্টনের গোল। মাঠের বাঁদিক থেকে বল নিয়ে উঠে, ডিফেন্ডারদের কাটিয়ে সোজা গোলে বল ঠেলে দেন। ৭৩ মিনিটে পরিবর্ত হিসাবে নেমে মাত্র সাত মিনিটের মাথায় দুরন্ত গোল করেন কিয়ান নাসিরিও। একেবারে হাফটাইমের পর থেকে একেবারে অন্য মেজাজে মাঠে নামে মোহনবাগান। গোটা মাঠে দাপিয়ে খেলা শুরু করেন সাহালরা। ফেরান্দোর আত্মবিশ্বাস টিকিয়ে রাখলেন সাহালরা।
Free Access