চাকরি

পুরুলিয়া জেলা স্বাস্থ্য কল্যাণ সমিতিতে ৪২টি শূন্যপদে নিয়োগ, কী ভাবে আবেদন জানুন বিস্তারিত

Job News

The Truth of Bengal,Mou Basu: পুরুলিয়ায় জেলা স্বাস্থ্য কল্যাণ সমিতিতে ৪২টি শূন্যপদে নিয়োগ করা হবে। ” http://www.purulia_nic.in” অথবা ”http://www.purulia.gov.in” অফিশিয়াল ওয়েবসাইট মারফত অনলাইনে আবেদন করতে হবে। ১৭ অক্টোবর থেকে অনলাইনে আবেদন নেওয়া শুরু হয়েছে। ৭ নভেম্বরের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে। ব্লক এপিডেমিওলজিস্ট, ব্লক পাবলিক হেল্থ ম্যানেজার, ল্যাবরেটরি টেকনিশিয়ান আর ব্লক ডেটা ম্যানেজার পদে নিয়োগ করা হবে।
ব্লক এপিডেমিওলজিস্টের শূন্যপদ ৭টি।এরমধ্যে ৩টি অসংরক্ষিত, ২টি তপশিলি জাতি ও ১টি তপশিলি উপজাতি চাকরিপ্রার্থীদের জন্য সংরক্ষিত। ১টি পদ আর্থিক ভাবে দুর্বল জেনারেল চাকরিপ্রার্থীদের জন্য সংরক্ষিত।
বয়সসীমা ২১-৪০ বছরের মধ্যে।
শিক্ষাগত যোগ্যতা: জীববিজ্ঞান/এপিডেমিওলজি নিয়ে স্নাতকোত্তর অথবা BAMS/BHMS/BUMS with MPH করা থাকতে হবে। কম্পিউটার প্রোগ্রাম (এমএস অফিস) দক্ষতা থাকতে হবে। পিএইচডি/এমফিল, জনস্বাস্থ্য নিয়ে কাজের অভিজ্ঞতা থাকা চাকরিপ্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
বেতন: মাসে ৩৫ হাজার টাকা।

ব্লক পাবলিক হেল্থ ম্যানেজার হিসাবে শূন্যপদ ১১। ৩টি অসংরক্ষিত। ৩টি তপশিলি জাতি ও ২টি তপশিলি উপজাতি চাকরিপ্রার্থীদের জন্য সংরক্ষিত থাকবে। ৩টি পদ আর্থিক ভাবে দুর্বল জেনারেল চাকরিপ্রার্থীদের জন্য সংরক্ষিত থাকবে।
বয়সসীমা ২১-৪০ বছরের মধ্যে।
শিক্ষাগত যোগ্যতা: জীববিজ্ঞানে স্নাতক। ম্যানেজমেন্টে স্নাতকোত্তর ডিগ্রি বা ডিপ্লোমা থাকতে হবে। কম্পিউটার প্রোগ্রামে দক্ষতা থাকতে হবে। জীববিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি থাকলে ও জনস্বাস্থ্য নিয়ে কাজের অভিজ্ঞতা থাকা চাকরিপ্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
বেতন: মাসে ৩৫ হাজার টাকা।

ল্যাবরেটরি টেকনিশিয়ান হিসাবে শূন্যপদ ১৬। এরমধ্যে ৫টি অসংরক্ষিত।
বয়সসীমা: ১৯-৪০ বছর।
শিক্ষাগত যোগ্যতা: পদার্থবিদ্যা, রসায়ন বা গণিত অথবা জীববিজ্ঞান নিয়ে উচ্চ মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় পাশ করতে হবে। স্কুল অফ ট্রপিকাল মেডিসিন থেকে ডিপ্লোমা ইন ল্যাবরেটরি টেকনিকস বা পশ্চিমবঙ্গ সরকার স্বীকৃত কোনো প্রতিষ্ঠান থেকে মেডিক্যাল ল্যাবরেটরি টেকনোলজি নিয়ে ডিপ্লোমা করা থাকতে হবে। সরকারি বা বেসরকারি কোনো ল্যাবরেটরিতে ২ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন: মাসে ২২ হাজার টাকা।

ব্লক ডেটা ম্যানেজার হিসাবে শূন্যপদ ৮টি। এরমধ্যে ২টি অসংরক্ষিত।
বয়সসীমা ২১-৪০ বছরের মধ্যে।
শিক্ষাগত যোগ্যতা: যে কোনো শাখায় স্নাতক। সরকারি স্বীকৃত কোনো প্রতিষ্ঠান থেকে কম্পিউটার অ্যাপ্লিকেশনে ডিপ্লোমা। অপারেটিং সিস্টেম ব্যবহার করার অভিজ্ঞতা থাকতে হবে। সরকারি অফিসে ন্যূনতম ৩ বছর আর বেসরকারি সংস্থায় ন্যূনতম ৫ বছরের ডেটা রেকর্ডিং ও ডেটা অ্যানালিসিস নিয়ে কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন: মাসে ২২ হাজার টাকা মাইনে।

শিক্ষাগত যোগ্যতা, কাজের অভিজ্ঞতা, কম্পিউটার পরীক্ষা আর ইন্টারভিউয়ের ভিত্তিতে চাকরিপ্রার্থীদের বাছাই করা হবে। অনলাইনে আবেদন করার সময় নিজের সাম্প্রতিক একটি রঙিন ছবি, পুরো সই, পরিচয়পত্র, বয়সের প্রমাণপত্র, মার্কশিট, পরীক্ষা ও কাজের অভিজ্ঞতা সংক্রান্ত প্রয়োজনীয় শংসাপত্র স্ক্যান করে আপলোড করতে হবে।

Free Access

Related Articles