রবিবার,ছুটির দিনে ৪ রাশির জাতকেরা ভাল ফল পাবেন। কার ভাগ্যের চাবি খুলবে? জেনেনিন আজকের রাশিফল
Today’s Horoscope

The Truth of Bengal: আজকের রাশিফল রবিবার ২৯ অক্টোবর চন্দ্র আজ মঙ্গলের রাশি মেষে সঞ্চার করবে। আজ তৈরি হচ্ছে ত্রিপুষ্কর যোগ, সিদ্ধি যোগ। আবার আজ ভরণী নক্ষত্রের প্রভাব থাকবে। আজ কোনও কাজ করলে তার তিন গুণ ফল লাভ করতে পারবেন বেশ কিছু রাশির জাতক। রবিবারের দিনটি কোন রাশির জন্য শুভ, কাদের সমস্যা বাড়বে জেনে নিন এখানে।
মেষ রাশি
জাতকদের প্রেম জীবন মধুর হবে।রোজগারের খোঁজে থাকলে আজ সাফল্য লাভ করতে পারবেন।ছাত্রছাত্রীরা পড়াশোনায় কিছু বাধার মুখে পড়বেন।পরিবারের সদস্যদের সঙ্গে বিবাদ চললে তা সমাপ্ত হবে।রাগ ও আবেগে কোনও সিদ্ধান্ত নেবেন না, তা না-হলে সমস্যায় জড়াতে পারেন।ভাগ্য ৬৫ শতাংশ ক্ষেত্রে আপনার সাহায্য করবে। সূর্যকে জলের অর্ঘ্য দিন।
বৃষ রাশি
এই রাশির ধনভাব ও কর্মভাব অতিশয় শুভ। পরিবারে আপনার গোপন শত্রু ক্ষতি করার চেষ্টা করলেও ফলপ্রসূ হবে না। সন্তানের বদমেজাজি স্বভাবের জন্য পরিবারে অশান্তি। পরিবহণ ব্যবসার সঙ্গে যুক্ত ব্যক্তিদের সময়টি শুভ। স্বার্থান্বেষী বন্ধু-বান্ধবের থেকে সতর্ক থাকুন। ব্যক্তিগত জীবনে অতিরিক্ত প্রত্যাশা কারও উপর করবেন না। এই সময় ভবিষ্যতের জন্য সঞ্চয়ে মন দিন। উচ্চ-শিক্ষার্থীদের পরীক্ষার ফল ভালোই হবে।
মিথুন রাশি
জাতকরা ব্যবসায়ে নতুন পরিকল্পনা শুরু করলে লাভান্বিত হবেন।শত্রুরা আপনার জন্য কোনও নতুন সমস্যা সৃষ্টি করবে। তাই সতর্ক থাকতে হবে এই রাশির জাতকদের।সন্ধ্যা নাগাদ যাত্রা করতে পারেন। তবে হঠাৎই গাড়ি খারাপ হয়ে যাওয়ায় টাকা খরচ হবে।৭০ শতাংশ ক্ষেত্রে ভাগ্যের সঙ্গ পাবেন। হলুদ কাপড়ে ছোলার ডাল ও গুড় বেঁধে বিষ্ণু মন্দিরে নিবেদন করুন।
কর্কট রাশি
এই রাশির গ্রহ সন্নিবেশ অনুযায়ী কর্মজীবনে এগিয়ে যাওয়ার সুযোগ আসবে। কর্মপ্রার্থীরা নতুন কাজের সন্ধান পাবেন। বয়স্ক জাতক-জাতিকাদের তীর্থ ভ্রমণের সুযোগ আসতে পারে। ব্যবসায়ীরা পাওনা টাকা আদায় নিয়ে সমস্যায় পড়তে পারেন। পরিবারে সুযোগ-সন্ধানীদের থেকে সতর্ক থাকুন। আমদানি-রপ্তানির সঙ্গে যুক্ত ব্যক্তিদের জন্য সময়টি শুভ। সপ্তাহের শেষের দিকে হাতে কিছু বাড়তি অর্থ আসতে পারে।
সিংহ রাশি
চাকরিজীবী জাতকরা আজ সাফল্য লাভ করবেন।কর্মক্ষেত্রের বিবাদ এড়িয়ে যাওয়ার চেষ্টা করুন। তা না-হলে বরিষ্ঠদের ক্ষোভের শিকার হতে হবে।বাবার অসুস্থতার কারণে চিন্তিত হবেন। দেরি না-করে চিকিৎসকের পরামর্শ নিন।অনাবশ্যক জটিলতা দেখা দেবে।৮৭ শতাংশ ক্ষেত্রে ভাগ্য আপনাদের পক্ষে। গণেশ চালিসা পাঠ করুন।
কন্যা রাশি
সপ্তাহের প্রথমদিকে নানা বিষয়ে চিন্তা বাড়বে। কর্মপ্রার্থীদের একাধিক উপায়ে আয়ের সুযোগ এলেও সঠিক পথ বেছে নেওয়া প্রয়োজন। এই সময় বন্ধুবান্ধব ও সহকর্মীদের সঙ্গে সম্পর্ক ভালো রাখার চেষ্টা করুন। কতিপয় ব্যবসায়ীদের শুল্ক সংক্রান্ত ব্যবসার জন্য মানসিক উদ্বেগ বৃদ্ধি পেতে পারে। প্রতিবেশীদের সঙ্গে অকারণে বিবাদ-বিতর্ক এড়িয়ে চলুন।
তুলা রাশি
জাতকরা মা-বাবার আশীর্বাদ ও পরামর্শের সাহায্যে কোনও নতুন ব্যবসা শুরু করতে পারেন।কোনও ব্যবসা করে থাকলে, তাতে ভালো মুনাফা অর্জন করতে পারবেন।শ্বশুরবাড়ির সদস্যদের সঙ্গে মনোমালিন্য চললে, তা দূর হবে।শাসনক্ষমতার সহযোগিতা অর্জন করবেন।রোজগারের সমস্যা দূর করবেন।ভাগ্য ৬২ শতাংশ ক্ষেত্রে আপনার সঙ্গ দেবে। সাদা চন্দনের তিলক লাগান ও শিবকে তামার লোটায় জল নিবেদন করুন।
বৃশ্চিক রাশি
গত সপ্তাহের তুলনায় এ সপ্তাহে উপার্জন কিছু ভালো হবে। কর্মক্ষেত্রে পদোন্নতি বা নতুন কর্মলাভের যোগ বিদ্যমান। পত্নীর স্বাস্থ্য এই সময় খুব একটা ভালো যাবে না। ক্রীড়াক্ষেত্রের সঙ্গে যুক্ত ব্যক্তিরা সাফল্যের মুখ দেখতে পাবেন। বিদ্যার্থীদের পক্ষে সপ্তাহটি শুভ। পরিবারে ভ্রাতা-ভগ্নী ও নিকট আত্মীয়দের সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলুন। এই রাশির জাতক-জাতিকারা শরীরের নিম্নভাগে ব্যথা-বেদনায় কষ্ট পেতে পারেন।
ধনু রাশি
সপ্তাহের শুরুতে বহুদিনের কোনও ইচ্ছা পূরণ হতে পারে। কর্মক্ষেত্রে সহকর্মীদের সঙ্গে মিষ্ট আচরণ করুন। অবিবাহিতদের বিবাহের পক্ষে সপ্তাহটি শুভ। চাকরিক্ষেত্রে সমস্যা বৃদ্ধি হলেও নিজের বুদ্ধিমত্তার জোরে সব সমস্যার সমাধান করতে পারবেন। অংশীদারী ব্যবসায় মনোমালিন্য লেগেই থাকবে। সন্তানদের লেখাপড়ার দিকে সতর্ক দৃষ্টি রাখুন।
মকর রাশি
মকর রাশির জাতকরা টাকা ধার নেওয়ার পরিকল্পনা করে থাকলে তা সহজে পেয়ে যাবেন।চাকরিজীবীরা ছোটখাটো পার্টটাইম কাজ করার চিন্তাভাবনা করলে তার জন্য সময় বের করতে পারবেন।বিবাদে জড়াবেন না। তা না-হলে আইনি মামলায় জড়িয়ে পড়তে পারেন।অফিসে কোনও নতুন প্রকল্পে কাজ করতে পারেন।ভাগ্য আজ ৯৫ শতাংশ ক্ষেত্রে আপনার সঙ্গে থাকবে। বিষ্ণুকে বেসনের লাড্ডুর ভোগ নিবেদন করুন।
কুম্ভ রাশি
নিজের শারীরিক সমস্যার জন্য কর্মক্ষেত্রে কিছু সমস্যায় পড়তে পারেন। জমিজমা ও সম্পত্তি রক্ষার জন্য আরও উদ্যোগী হতে হবে। বাড়ি রক্ষণাবেক্ষণের জন্য জমানো টাকা খরচ হতে পারে। খুচরো ও পাইকারি বিক্রেতাদের জন্য সময়টি শুভ। মহিলা জাতিকাদের এই সময় অর্থনৈতিক উন্নতি ঘটবে। চলাফেরায় সাবধানতা অবলম্বন করুন। সন্তানের চাকরির পরীক্ষায় সাফল্যের জন্য সরকারি চাকরির সুযোগ আসবে।
মীন রাশি
কর্মক্ষেত্রে পদোন্নতির যোগ লক্ষ করা যায়। সমাজ-কল্যাণমূলক কাজের মাধ্যমে আপনার নাম, যশ, সামাজিক প্রতিষ্ঠা লাভ করবেন। পুরনো বন্ধুর দ্বারা উপকৃত হতে পারেন। বয়স্ক জাতক-জাতিকারা কাছেপিঠে ভ্রমণের ব্যবস্থা করতে পারেন। সন্তানের ভবিষ্যৎ নিয়ে অযথা চিন্তায় থাকবেন না। শ্বশুরকুল থেকে হঠাৎ কিছু সম্পত্তি হাতে আসতে পারে। পরিবারে কারও চিকিৎসার জন্য ব্যয় বৃদ্ধি পেতে পারে।
free Access