বারুইপুর পুলিশ জেলার বিরাট সাফল্য! ভয়াবহ ডাকাতির কিনারা করল পুলিশ
Great success of Baruipur Police District

The Truth of Bengal: বারুইপুর পুলিশ জেলার বিরাট সাফল্য। ভয়াবহ ডাকাতির কিনারা করল পুলিশ। মাত্র ৬ দিনেই ডাকাত দলকে ধরার পাশাপাশি উউধার করেছে সবকিছু। গত ১৩ অক্টোবর সোনারপুরে একটি সোনার দোকানে ভয়াবহ ডাকাতি হয়েছিল। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে প্রথমে একটি বাইক চিহ্নিত করে পুলিশ। তারপর সেই বাইকের সূত্র ধরে ডাকাত দলকে ধরতে সক্ষম হয়। সোনারপুরে বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়ে গ্রেফতর করা হয় পাঁচ দুষ্কৃতীকে।
ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে চারটি আগ্নেয়াস্ত্র এবং আট রাউন্ড তাজা কার্তুজ। তাদেরকে জেরা করে কুলতলির মহিষমারি এলাকা থেকে ডাকাতি হওয়া সোনা-রুপোর গহনা কেনার অপরাধে এক স্বর্ণ ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। ধৃত স্বর্ণ ব্যবসায়ীর নাম বিদ্যুৎ। স্পেশ্যাল অপারেশন গ্রুপ ও সোনারপুর থানার পুলিশ যৌথ অভিযান চালায়। শুক্রবার বারুইপুর পুলিশ সুপার অফিসে সাংবাদিক বৈঠক করে পুলিশ সুপার পলাশ চন্দ্র ঢালি জানান পুলিশের সাফল্যের কথা।
তদন্তে নেমে পুলিশের প্রধান অস্ত্র ছিল সিসিটিভি ফুটেজ। একটি বাইককে চিহ্নিত করে পুলিশ তদন্ত শুরু করে ডাকাতদের নাগাল পেয়ে যায়। ত্রপর বিশেষ অপারেশন চালিয়ে গোটা দলকে পাকড়াও করে।পুলিশের এমন তৎপরতায় খুশি সোনারপুরের ব্যবসায়ীরা। তবে এলাকার নিরাপত্তা বাড়ানোর দাবি করেছেন তাঁরা।
Free Access