লাইফস্টাইল

কোন কোন শাকপাতা ত্বকের পরিচর্যার জন্য দারুণ উপকারী জানেন ?

Lifestyle

The Truth of Bengal,Mou Basu: আজকাল সবাই কমবেশি নানান ত্বকের সমস্যায় জর্জরিত। সকলের পক্ষে নিয়মিত বিউটি ট্রিটমেন্ট নেওয়া সম্ভব নয়। এমনিতেই বাঙালির পুজোর কাউন্টডাউন শুরু হয়ে যায় মহালয়া থেকেই। এখনই রাস্তায় দর্শকদের ঢল নেমে পড়েছে। পুজোয় নতুন জুতো জামাকাপড় পরলেই তো হবে না। মলিন, রোদে পোড়া দাগছোপওয়ালা ত্বক হলে সাজগোছ সবই মাটি। পুজোর সময় বিউটি ট্রিটমেন্ট করতে তাই ভরসা রাখুন ভেষজ উপায়ের ওপর। এমন কিছু শাকপাতা আছে যা একেবারেই আপনার হাতের মুঠোয় রয়েছে। ফলও পাওয়া যাবে হাতেনাতে কোনো রকম পার্শ্বপ্রতিক্রিয়া ছাড়াই।

আসুন দেখে নিই কোন কোন শাকপাতা ত্বকের পরিচর্যার জন্য দারুণ উপকারী-

তুলসিপাতা: ১) তুলসিপাতা দারুণ উপকারী। তুলসিপাতা থেকে প্রচুর পরিমাণে ওষুধ তৈরি হয়। সাধারণত মনে করা হয়, ত্বকের যাবতীয় সমস্যা পেটের গন্ডগোলের জন্য হয়। এক্ষেত্রে বেশ কিছু দিন তুলসিপাতা বেটে প্রয়োজন পড়লে সৈন্ধব নুন দিয়ে খেলে উপকার পাওয়া যায়।
২) ত্বকে দাগছোপ দেখা দিলে তুলসিপাতার রস এক চা চামচ, নুন এক চিমটে একসঙ্গে মিশিয়ে মুখে ঘষে লাগালে দাগছোপ দূর হবে।

বেলপাতা: বেলপাতা শুধু ঠাকুরের পুজোতেই লাগে না। রূপচর্চাতেও দারুণ উপকারী বেলপাতা। শুধু সুন্দর সাজপোশাক, গয়নাগাটি পরলেই চলবে না
গায়ে দুর্গন্ধ হলে সব সাজই মাটি। বডিওডোর ঘরেই বানিয়ে ব্যবহার করতে পারেন। ট্যালকম পাউডারের সঙ্গে মিশিয়ে নিন আমলকি, হরিতকি আর বেলশুঁঠ। স্নানের পর পাউডারের মতো ব্যবহার করলে দুর্গন্ধ চলে যাবে। ২) প্যান্ডেল হপিং করতে গিয়ে পা মচকে গেলে বেলপাতা আখের গুড়ের সঙ্গে ফুটিয়ে ব্যথা লাগা জায়গায় লাগালে উপশম হবে। কাপড় দিয়ে বেঁধে দিন। কিছুক্ষণ পর ব্যথা কমে যাবে।

নিমপাতা: যে কোনো র্যাশ, ঘামাচিতে নিমপাতা ভেজানো জলে স্নান করলে উপকার পাওয়া যায়। নিমপাতা ও হলুদ একসঙ্গে বেটে লাগালে সংক্রমণ দূর হয়। দাগছোপ মিলিয়ে যায়। ত্বকে কোথাও পুড়ে গেলে নিমতেল লাগান। মলমের কাজ করবে।

বাসকপাতা: সর্দিকাশিতে যেমন বাসকপাতার রস খুব কাজ দেয় তেমনই চুলকানি, র্যাশ দূর করতেও বাসকপাতা বাটা লাগালেও তা দূর হয়।

মেথিশাক ও মেথিদানা: প্রচুর পরিমাণে ভিটামিন, খনিজ পদার্থ এবং ক্যালসিয়াম পাওয়া যায় মেথিশাক ও মেথিদানায়। মেথিশাক ও মেথিদানা চুল ও ত্বক মসৃণ করতে সাহায্য করে। মেথিশাক বেটে চুলে লাগালে চুল নরম হয়। চুলের বৃদ্ধি হয়। মুখে লাগালে ত্বক দারুণ পরিষ্কার হয়, মসৃণ হয়।

Related Articles