
The Truth of Bengal: পুজোর মুখে বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল কয়েকজন শিশু। রাস্তায় একটি ব্যাগ দেখে, টেনে নিয়ে এসেছিল তারা। তা খুলতেই বেরিয়ে এলো তাজা বোমা। ঘটনাটি ঘটেছে, মালদার হরিশ্চন্দ্রপুরের ঝিকোডাঙায়।
স্থানীয় সূত্রের খবর, কয়েকজন শিশু, রাস্তার মাঝে একটি ব্যাগ পড়ে থাকতে দেখে। সেটি তারা টেনে নিয়ে আসে। পরে ব্যাগ খুলে দেখে একটি ছুরি রয়েছে, তা দেখেই শিশুরা ভয় পেয়ে যায় এবং খবর দেয় আসে পাশের লোকজনকে। তাঁরা, ব্যাগটি খুলে, কাপড় সরিয়ে দেখে, তার মধ্যে রয়েছে কয়েকটি তাজা বোমা।
এরপরেই খবর দেওয়া হয় পুলিশকে। স্থানীয়দের অভিযোগ, পুলিশকে খবর দেওয়ার পরেও দেরি করে পুলিশ আসে। এদিকে বোমা দুটি রাস্তার মাঝখানে রেখে জল ঢেলে নিষ্ক্রিয় করার চেষ্টা চালায় ভিলেজ পুলিশ।
স্থানীয়দের দাবি, যে জায়গায় বোমাগুলি নিষ্ক্রিয় করার চেষ্টা করা হয়, তার দুশো মিটারের মধ্যে রয়েছে ঘনজনবসতিপূর্ণ এলাকা। ফলে, দুর্ঘটনা ঘটার প্রবল আশঙ্কা ছিল। স্থানীয়দের অভিযোগ, এলাকায় দুষ্কৃতীদের আসা যাওয়া বাড়ছে, তাই যেখানে সেখানে বোমা রেখে যাওয়া হচ্ছে। পুলিশ জানিয়েছে, ওই বোমাগুলি কে বা কারা রেখে গিয়েছে, সে বিষয়ে তদন্ত শুরু করা হয়েছে।
এদিকে, এলাকায় বোমা উদ্ধারকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক তর্জা। স্থানীয় বিজেপি নেতৃত্বের দাবি, প্রথমে কুশিদায় মহিলার অ্যাসিড দগ্ধ দেহ উদ্ধার, এবার এখানে বোমা উদ্ধার। হরিশ্চন্দ্রপুরবাসী পুজোর মুখে কোনও ভাবেই সুরক্ষিত বোধ করছে না। অন্যদিকে, তৃণমূল নেতৃত্বের দাবি, অপরাধীদের কোনও রাজনৈতিক রঙ হয় না। পুলিশ যথেষ্ট সক্রিয়, এবং পুরো ঘটনার তদন্ত করে দেখছে। এমনও হতে পারে, পুজোর আগে, বিরোধীরাই চক্রান্ত করে এইসব কাজকর্ম করছে।