ব্যাঙ্ক জালিয়াতি মামলায় শরদ পাওয়ারের ঘনিষ্ট এনসিপি নেতার ৩১৫ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত
ED property attached

The Truth of Bengal: এবার ইডির হানা এনসিপি নেতার বাড়িতে। একাধিক অস্থাবর সম্পত্তিসহ ৩১৫কোটি টাকার সম্পত্তি বাজেয়েপ্ত করল এনফোর্সমেন্ট ডায়রেক্টরেট।
নির্বাচনের দিন যত এগিয়ে আসছে, ততই ইডি, সিবিআইয়ের সাঁড়াশি চাপ বাড়ছে। গত কয়েক মা ধরেই ইন্ডিয়া জোটে থাকা একাধিক দলের নেতানেত্রীদের বিরুদ্ধে অভিযান চালিয়েছে ইডি এবং সিবিআইয়ের মতো কেন্দ্রীয় সংস্থা। এবার হাত পড়ল শরদ পাওয়ারের এনসিপি-র ঘরে। সূত্রের খবর, এনসিপি নেতা ও রাজ্যসভার সাংসদ ঈশ্বরলাল জৈনের একাধিক সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। তাঁর বিরুদ্ধে ব্যাঙ্ক ফ্রডের মামলা রুজু করেছে ইডি। ঈশ্বরলাল জৈন, একটা সময় এনসিপি দলের কোষাধ্যাক্ষ ছিলেন।
ইডি সূত্রের খবর, ঈশ্বরলালের মহারাষ্ট্রের জলগাঁও, মুম্বই, থানে, সিল্লোদ এবং গুজরাটের কচ্চসহ একাধিক জায়গায় অস্থাবর সম্পত্তি রয়েছে। মোট ৭০টি অস্থাবর সম্পত্তি ও হীরে, অলঙ্কার সহ মোট ৩১৫কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। অধিকাংশ সম্পত্তি ঈশ্বরলাল জৈন, তাঁর পুত্র মনীশ জৈনের পাশাপাশি বেশ কিছু বেনামি সম্পত্তির হদিশ মিলেছে।
ইডির দাবি, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার একটি অভিযোগ ভিত্তিতে এই মামলা রুজু করা হয়েছে। অভিযোগে জানান হয়েছে, একটি জুয়েলারি কোম্পানির মালিকানা রয়েছে ঈশ্বরলাল জৈনের। সেই কোম্পানির তরফে যে নথিপত্র জমা দেওয়া হয়েছে, তার অধিকাংশই জাল। ফলত অপরাধে ষড়যন্ত্র, চিটিং, জালিয়াতিসহ একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে। এর ফলে ব্যাঙ্কের ৩৫২.৪৯ কোটি টাকা ক্ষতি হয়েছে। প্রাথমিক তদন্তে দেখা গিয়েছে, ব্যাঙ্ক থেকে ঋণ নেওয়ার জন্য যে সমস্ত নথি জমা দেওয়া হয়েছে কোম্পানির তরফে, তার অধিকাংশ জাল।