কলকাতা

আরজি কর মেডিক্যাল কলেজে অধ্যক্ষ পদে ফিরছেন সন্দীপ ঘোষ, মানস বন্দ্যোপাধ্যায় ফিরলেন বারাসত মেডিক্যাল কলেজে

আরজি করের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান শান্তনু সেনকেও সরানো হয়ছে

The Truth of Bengal: অবশেষে চাপে পড়েই বদলে গেল নির্দেশিকা। নয়া বিজ্ঞপ্তি অনুসারে অবশেষে আরজি কর মেডিক্যাল কলেজে ফিরলেন সন্দীপ ঘোষ।

আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতাল সূত্রের খবর, অধ্যক্ষ সন্দীপ ঘোষকে সরানোর পরেই একটা বিক্ষোভ দেখা দিয়েছিল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পেন ও দুবাই সফরে যাওয়ার আগে অধ্যক্ষ সন্দীপ ঘোষের বদলি বিজ্ঞপ্তি জারি হয়। কলেজের নতুন অধ্যক্ষ‌ নিয়োগ হন মানস বন্দ্যোপাধ্যায়। অধ্যক্ষ সন্দীপ ঘোষের বদলির নির্দেশিকার প্রতিবাদে আন্দোলন শুরু করেন একাংশ পড়ুয়া পড়ুয়ারা। নতুন অধ্যক্ষকে অফিসে ঢুকতে বাধাও দেওয়া হয়। তাঁদের প্রতিশ্রুতি দেওয়া হয়, মুখ্যমন্ত্রী ফিরলে  বিষয়টি নিয়ে আলোচনা হবে। তারপরেই আন্দোলন উঠে যায়।

সূত্রের খবর, গত ১১ সেপ্টেম্বর স্বাস্থ্যভবন থেকে একটি নির্দেশিকা জারি করা হয়। সেই নির্দেশিকা অনুসারে সন্দীপ ঘোষকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালের প্রফেসর হিসাবে পাঠানো হয়। এর পর সোমবারই আরও একটি নির্দেশিকা জারি করে স্বাস্থ্যভবন। সেখানে বলা হয়, আরজি করের প্রিন্সিপাল হিসাবে আনা হল সন্দীপ ঘোষকে। অন্যদিকে মানস বন্দ্যোপাধ্যায় বদলি করা হয়েছে বারাসত মেডিক্যাল কলেজে। এদিকে আরজি করের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান শান্তনু সেনকেও সরানো হয়ছে। নতুন চেয়ারম্যান করা হয়েছে সুদীপ্ত রায়।

গত এক বছর ধরে এই সন্দীপ ঘোষের বিরুদ্ধে নানা অভিযোগ উঠেছিল। চিকিৎসার সরঞ্জাম কেনা, চুক্তির ভিত্তিতে কর্মী নিয়োগ থেকে হাসপাতালের পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত একাধিক বিষয়ে দুর্নীতির অভিযোগ ওঠে। যদিও কোনও অভিযোগই মানতে চাননি অধ্যক্ষ সন্দীপ ঘোষ।

Related Articles