বিনোদন
‘দশম অবতার’-এর নতুন গান মুক্তি! অরিজিৎ-শ্রেয়ার কন্ঠে ‘বাউন্ডুলে ঘুড়ি’
Dasham Abatar Movie new Song

The Truth of Bengal: প্রেম মানুষকে আবদারি করে। ঠিক যেমন কিছুমানুষের সঙ্গ ছাড়া বেঁচে থাকা সম্ভব হলেও, মনের দরজা তার জন্য বন্ধ হয় না। দশম অবতারের নতুন গান বাউন্ডুলে ঘুড়ি সেই প্রেমের কথাই বলে। অরিজিৎ সিং এবং শ্রেয়া ঘোষালের গাওয়া গানে ভরপুর রোম্যান্স করতে দেখা গেল অনির্বাণ ভট্টাচার্য এবং জয়া আহসানকে।
গানের সুরের মতোই তাদের অনস্ক্রীন কেমিস্ট্রি যে একেবারে জমে ক্ষীর, তা আর বলার অপেক্ষা রাখে না। মিষ্টির প্রেমের গানে শহরের আনাচে-কানাচে ঘুরে অনির্বান-জয়ার প্রেম মন কাড়ার মতো। গানে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়েরও এক ঝলক উপস্থিতি রয়েছে।
যে উপস্থিতি ভীষণভাবে নজরকাড়া। সব মিলিয়ে দশম অবতারের ট্রেলারের সঙ্গে বাউন্ডুলে ঘুরি গান মুক্তির সঙ্গে সঙ্গেই মন কেড়েছে সকলের। এখন অপেক্ষা ছবিটি মুক্তির। আগামী ১৯ অক্টোবরই মুক্তি পাচ্ছে দশম অবতার।
Free Access