
The Truth of Bengal: বড় শাস্তির মুখে পড়তে পারেন পল পোগবা, তাঁর শরীরে পাওয়া গিয়েছে নিষিদ্ধ ঔষুধের উপস্থিতি পাওয়া গিয়েছিল । এমন খবর সামনে আসে , দ্বিতীয় টেস্টেও নিষিদ্ধ পদার্থ পাওয়া গেল । টেস্টের রেজাল্টে মিডফিল্ডারের শরীরে টেস্টোস্টেরন সনাক্ত করা হয়। টেস্টোস্টেরন এমন একটি হরমোন যা একজন ক্রীড়াবিদের সহনশীলতা বাড়িয়ে দেয়। ২০২২ সালে ইউনাইটেডের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর পোগবা জুলাইয়ে ফ্রি ট্রান্সফারে জুভেন্টাসে যোগ দেন। চোটের জন্য দীর্ঘদিন মাঠের বাইরে থাকার পর ইতালির ক্লাবে ফেরার চেষ্টা করছিলেন তিনি। ইতালির জাতীয় মাদকবিরোধী সংস্থা জানিয়েছে, পোগবার শরীরে পরীক্ষা করে দেখা গেছে যে টেস্টোস্টেরনের মাত্রা ছিল বেশি।
এই টেস্টোস্টেরন হরমোন ফুটবলারদের মাঠে শক্তি বাড়াতে সাহায্য করে।তবে টেস্টোস্টেরনের উপস্থিতির ব্যাপারটা নিয়ে ষোলো আনা নিশ্চিত হতে আরও কিছু পরীক্ষা-নিরীক্ষা করতে হতে পারে। শেষ পর্যন্ত যদি দেখা যায়, সত্যিই পোগবা ডোপ করেছিলেন, তাহলে চার বছরের নিষেধাজ্ঞা আরোপ করা হতে পারে।এর আগে পোগবার উপর সাময়িকভাবে নিষেধাজ্ঞা জারি হওয়ার বিষয়টি নিশ্চিত করলেও তাঁর এজেন্ট পিমেন্তা দাবি করেছেন, পোগবা অজান্তে এমনটা করেছেন। তাঁর কথায়, “সত্যি কথা বলতে পল পোগবা কখনওই নিয়মবহির্ভূতভাবে কিছু করতে চাননি। আমরা পূর্ণাঙ্গ তদন্ত রিপোর্ট হাতে না পাওয়া পর্যন্ত এর বেশি কিছু বলতে পারব না।
ফিফার নিয়ম অনুযায়ী, নিয়ম অমান্য করে শরীরে শক্তিবর্ধক কোনো কেমিক্যালের উপস্থিতি পাওয়া গেলে ২-৪ বছর মেয়াদে নিষেধাজ্ঞায় পড়তে হয় ফুটবলারদের। ফিফার নিয়ম অনুযায়ী, নিয়ম অমান্য করে শরীরে শক্তিবর্ধক কোনো কেমিক্যালের উপস্থিতি পাওয়া গেলে ২-৪ বছর মেয়াদে নিষেধাজ্ঞায় পড়তে হয় ফুটবলারদের। চোটের কারণে দীর্ঘদিন মাঠের বাইরে থাকার পর ইতালি দলে ফিরতে চেষ্টা করছিলেন তিনি। দ্বিতীয় বার ও ফের এক ই বিষয় । ফলত কড়া শাস্তির মুখে পড়লেন পল পোগবা।
Free Access