প্রকৃতির রুদ্র রূপে বিধ্বস্ত সিকিম ও কালিম্পঙের একাংশ, পরিদর্শনে যাচ্ছেন অরূপ
শুক্রবার নবান্নে আসেন জিটিএ প্রধান অনিত থাপা

The Truth of Bengal: প্রবল বৃষ্টি ও হিমবাহ ফাটার কারণে প্রকৃতির বিধ্বংসী রূপ দেখা দিয়েছে সিকিমে। প্রভাব পড়েছে পাহাড়েও। বিষয়টি নিয়ে আগেই উদ্বেগ প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার পরিস্থিতি খতিয়ে দেখতে মন্ত্রী অরূপ বিশ্বাসকে পাঠাচ্ছেন মমতা।
গত কয়েক দিনে সিকিমে প্রকৃতির ভয়াবহ রূপ দেখা গিয়েছে। তিস্তার তোড়ে ভেসে গিয়েছে ১০ নম্বর জাতীয় সড়কের একাংশ। লাচেন লাচুংয়ের যোগাযোগ পুরোপুরি বিপর্যস্ত। সিকিমের প্রাকৃতিক দুর্যোগের প্রভাব এসে পড়েছে উত্তরবঙ্গেও। দেখা দিয়েছে ভয়াবহ বন্যা পরিস্থিতি। এই অবস্থায় সাধারণ মানুষের পাশে থাকার জন্য মন্ত্রী অরূপ বিশ্বাসকে পাহাড়ের যাওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। শনিবার দুপুরেই বাগডোগরা বিমানবন্দর হয়ে কালিম্পঙের উদ্দেশে রওনা দেবেন তিনি।
উল্লেখ্য, রাজ্যপাল সিভি আনন্দ বোস পাহাড়ের বিপর্যয়ের কবলে পড়ে এলাকাগুলি পরিদর্শন করেছেন। তিনি দিল্লি থেকে সরাসরি বাগডোগরা হয়ে পৌঁছেছিলেন কালিম্পঙে। তিস্তার হড়পা বানের কবলে পড়ে ক্ষতিগ্রস্ত মানুষদের সঙ্গে কথা বলেন তিনি। এলাকার সাধারণ মানুষদের কাছে পাশে থাকার বার্তা দিয়েছিলেন। তারপরেই, শনিবার রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাসও যাচ্ছেন উত্তরবঙ্গে। তিনি ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে, স্থানীয় মানুষদের অভাব অভিযোগ শুনবেন।
অন্যদিকে, পাহাড়ের বিপর্যস্ত পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য শুক্রবার নবান্নে আসেন জিটিএ প্রধান অনিত থাপা। ভার্চুয়ালি বৈঠকও করেন মুখ্যমন্ত্রী সঙ্গে। তিস্তার হড়পা বানে পাহাড়ে কত ক্ষয়ক্ষতি হয়েছে, তা নিয়ে আলোচনা হয়। তারপরেই মন্ত্রী অরূপ বিশ্বাসকে পাহাড়ের পরিস্থিতি খতিয়ে দেখতে পাঠানো বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।