শারীরিক অসুস্থতার কারণে ১২ অক্টোবর বাড়িতেই মন্ত্রিসভার বৈঠক ডাকলেন মুখ্যমন্ত্রী
স্পেন থেকে ফিরে এসএসকেএম হাসপাতালে ফের পায়ের চিকিৎসা করাতে গিয়েছিলেন তিনি

The Truth of Bengal: অতি সম্প্রতি পায়ে চোট পেয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফলত নবান্নে আসতে পারছেন না তিনি। এবার এই প্রথমবার তিনি বাড়ি থেকেই মন্ত্রিসভার বৈঠক সারবেন। তারই বিজ্ঞপ্তি জারি করা হল।
উত্তরবঙ্গে হেলিকপ্টার দুর্ঘটনায় পায়ে চোট পেয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর তিনি এসএসকেএম হাসপাতালে চিকিৎসা করান। ভর্তি না হলেও, বাড়িতে বিশ্রাম ও থেরাপির পরামর্শ দিয়েছিলেন চিকিৎসকেরা। তারপর কিছুটা সুস্থ হয়ে ওঠেন তিনি। তারপর তিনি অতি সম্প্রতি বাংলায় লগ্নি টানতে স্পেন সফরে যান। সেখানে গিয়েও বাঁ পায়ে চোট পান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। স্পেন থেকে ফিরে এসএসকেএম হাসপাতালে ফের পায়ের চিকিৎসা করাতে গিয়েছিলেন তিনি।
দিন দুয়েক আগে উত্তরবঙ্গ ও সিকিমের প্রবল বর্ষণের ফলে পরিস্থিতি নিয়ে জরুরি বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সময় তিনি জানান, তাঁর পা এখনও ঠিক হয়নি। ঠিক হতে একটু সময় লাগবে’। এসএসকেএম-এ চিকিৎসা করানোর পর সেখান থেকে জানানো হয়েছিল, বাঁ পায়ের হাঁটুতে চোট পেয়েছেন মুখ্যমন্ত্রী।
সূত্রের খবর, মুখ্যমন্ত্রীর অসুস্থতার কারণেই আগামী ১২ অক্টোবর তিনি, বাড়িতেই এই প্রথমবার মন্ত্রিসভার বৈঠক ডাকলেন।