বিনোদন

ভক্তদের কাছে ক্ষমা চাইলেন কিং খান?

Sarukh Khan

The Truth of Bengal: চলতি বছর দুটি হিট ছবি উপহার দিয়েছেন বলিউড বাদশা। দীর্ঘ চার বছর পর প্রত্যাবর্তন করে শাহরুখ ভক্তরা তাদের বাদশাকে এইভাবেই দেখতে চেয়েছিলেন। বক্স অফিসে ‘পাঠান’ ও ‘জাওয়ান’ ছবি দুটি কামিয়েছে ১০০০ কোটি টাকা। অ্যাটলি পরিচালিত জাওয়ান ছবির রেশ যেন কাটতেই চায়ছেনা শাহরুখ ভক্তদের মধ্যে। আর সেই কারণেই তো তাঁকে বলা হয় বলিউডের বাদশা। এখনও পর্যন্ত নানান জায়গায় জারি রয়েছে জাওানের সাকসেস পার্টি। কিং খানের এই সাফল্য উদযাপন করতে ব্যস্ত তার ফ্যান রাও। দেশের বিভিন্ন প্রান্তে এই ছবির সাফল্য উদযাপনে সবকিছু করছেন ভক্তরা।

এদিন মঙ্গলবার এইরকমই এক সাকসেস পার্টিতে গিয়েছিলেন কিং খান। ভক্তরা অপেক্ষায় ছিলেন তাদের প্রিয় অভিনেতা কে দেখার জন্য। কিন্তু এদিন শাহরুখের পার্টি পৌঁছতে অনেকটা দেরি হয়। তবে পৌঁছানো মাত্রই তিনি ক্ষমা চেয়ে নেন ভক্তদের থেকে। বলিউড বাদশা ক্ষমা চাইছেন? তাও আবার তারই ভক্তদের কাছে? শুনে হবাক হওয়ারই কথা। সেই ভিডিও প্রকাশ পেয়েছে সোশ্যাল মিডিয়ায়। ওই ভিডিও তে দেখা যায় কিং খান বলছেন তিনি তার টিমের কাছে থেকে জানতে চেয়েছিলেন দেরি হলে কোন অসুবিধা আছে কিনা তার উত্তরে টিম তাঁকে জানায় দেরি হলেও  ভক্তরা তার জন্য অপেক্ষা করবে তবে হয়তো মনে মনে খানিকটা তিরস্কারও করবে কিং খানকে।

এর পর মুম্বাইয়ের এক সিনেমা হলে জাওয়ান এর সাফল্য উদযাপনের ঘটনা শেয়ার করে তার অনুরাগীদের সাথে। তিনি জানান ওই অনুষ্ঠানে জেতেও তার দেড় ঘণ্টা দেরি হয়েছিল এবং এক সাংবাদিক এই নিয়ে একটা লম্বা প্রতিবেশন লিখে ফেলে।  সেই প্রতিবেদন ও এরিয়ে যায়নি বাদশার চোখে। তিনি আরও জানিয়েছেন ওইদিনের পার্টিতে বিভিন্ন জায়গা থেকে মানুষ এসেছিলেন এমনকি দুবায় থেকেও এসেছিলেন অনেকে তাই ইচ্ছাকৃত দেরি করেনি কেউ। তবে এইদিন মঙ্গলবারের পার্টিতে জাওানের নানান সংলাপ বলে ভক্তদের সব তিরস্কার ভুলিয়ে দেন বলিউড বাদশা।

Free Access

Related Articles