ভ্রমণ

ঘুরতে যেতে মন চাইছে? ঘুরে আসুন চটাইধুরা পাহাড়ি গ্রাম থেকে

Tourism of West Bengal

The Truth of Bengal: উত্তরবঙ্গ মানেই যে শুধু দার্জিলিং তা একেবারেই নয়। দার্জিলিং এর আশেপাশে প্রচুর অফবিট ডেসটিনেশন আছে যে গুলি গেলে আপনি আর বাড়ি ফিরতে চাইবেন না। এইরকমই এক অফবিট ডেসটিনেশন হল চটাইধুরা । দার্জিলিং থেকে এই ছোট্ট পাহাড়ি জনপদের দূরত্ব মাত্র ১২ কিমি। অনেকের কাছে এই অফবিট ডেসটিনেশন এখনও অজানা। এক এক সময় মনে হয়না এই ব্যস্ত শহরের কোলাহল থেকে দূরে গিয়ে শান্ত নিরিবিলি পরিবেশে বেশ কিছুটা সময় কাটিয়ে আসি। তাই বলছি ছুটি পড়লেই ঘুরে আসুন চটাইধুরা থেকে।

সুখিয়া পোখরি, ডুয়ার্সের জঙ্গল , কালিম্পং, দার্জিলিং, টুংলিং এমনকী শিলিগুড়ি শহরও দেখতে পাবেন এখান থেকে। পাহাড়ি এই জনপদ থেকে দূরে তাকালে দেখতে পাবেন ছোট্ট ছোট্ট পাহাড়ি বাড়ি গুলিতে টিম টিম করে আলো জ্বলছে। দেখে যেন মনে হবে আকাশের তারাগুলি নিচে নেমে এসেছে। ঘন পাইন বনে ঘেরা এই ছোট্ট জনপদ বর্ষার সময় আরও বেশি সবুজ হয়ে ওঠে। পুরো গ্রামটি ছবির মত অপূর্ব সুন্দর। বাড়ির বারান্দা থেকে সামনের দিকে তাকালে মনে হবে আপনি ঘরের মধ্যে নেই, ভেসে বেড়াচ্ছেন মেঘের মধ্যে।  এই গ্রামে পাইন গাছের কাঠ বিক্রি করা হয়। ফরেস্ট অফিসারদের বেশ কিছু কোয়ার্টার আছে যা ব্রিটিশ আমলে তৈরি। গেলে আপনি খেতে পারবেন নেপালি স্বাদের খাবার।

এই গ্রামে ঘুরতে গেলে অবশ্যই দেখতে ভুলবেন না ঘুম রকের উপরে ভিউ পয়েন্ট যেখান থেকে ডুয়ার্স এর জঙ্গল পরিস্কারভাবে দেখতে পাবেন। যারা ট্রেক করতে পচ্ছন্দ করেন তাদের জন্য  চটাইধুরা আদর্শ পর্যটন কেন্দ্র। আপনি চাইলে ট্রেক করে পৌঁছতে পারবেন হাওয়া ঘর। ব্রিটিশ আমলে তৈরি এই হাওয়া ঘর । তবে রাত হলে অন্ধকারে বেশি না ঘোরাই ভালো, কারণ লেপার্ডের ভয় আছে এই পাহাড়ি জনপদে। কিভাবে যাবেন ? হাওড়া বা শিয়ালদা গিয়ে আপনাকে ট্রেনে করে যেতে হবে নিউ জলপাইগুড়ি স্টেশন সেখান থেকে গাড়ি ভাড়া করে পৌঁছে যান দার্জিলিং আর দার্জিলিং থেকে আর একটি গাড়ি ভাড়া করলেই পৌঁছে যেতে পারবেন এই সুন্দর পাহাড়ি গ্রামে। থাকার জন্য রয়েছে কয়েকটি হোম স্টে তাই রাত্রি যাপনের ক্ষেত্রে চিন্তার কোন কারন নেই।

Free Access

Related Articles