তিন শিশুর মৃত্যুর পর ফের কাঁচা বাড়ির দেওয়াল ধসে মৃত এক
বাঁকুড়ায় দেওয়াল ধসে একের পর এক মৃত্যুর ঘটনায় প্রশ্ন উঠেছে, প্রশাসনের দিকে

The Truth of Bengal: শনিবারই বাঁকুড়ার বাঁদহ এলাকায় কাঁচা বাড়ির দেওয়া ধসে মৃত্যু হয়েছিল তিন শিশুর। গতকাল রাতেই দেওয়া ধসে আরও এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে ছাতনার দক্ষিণ হাঁসপাহাড়ি গ্রামে। মৃতের নামে পূরবী হাঁসদা।
স্থানীয় সূত্রের খবর, গতকাল রাতে নিজের মাটির বাড়িতে ঘুমোচ্ছিলেন পুরবী হাঁসদা। আচমকাই মাটির কাঁচা বাড়ির দেওয়ালের একাংশ তাঁর গায়ের উপর ধসে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। বাঁকুড়ায় দেওয়াল ধসে একের পর এক মৃত্যুর ঘটনায় প্রশ্ন উঠেছে, প্রশাসনের দিকে।
গত কয়েক মাস ধরেই কেন্দ্রীয় প্রকল্প আবাস যোজনা নিয়ে রাজ্য ও কেন্দ্রের মধ্যে চাপানউতোর শুরু চলছে। হিসেব না দেওয়ার অভিযোগে কেন্দ্র বন্ধ রেখেছে একগুচ্ছ প্রকল্পের টাকা। তার মধ্যে রয়েছে আবাস যোজনার প্রকল্পের টাকা। এদিকে, গত কয়েকদিন ধরেই বৃষ্টির দাপট বেড়েছে দক্ষিণবঙ্গে ও পশ্চিমাঞ্চলে। যার ফলে, বহু কাঁচা বাড়ি ভেঙে পড়ছে। স্থানীয় তৃণমূলনেতৃত্বের দাবি, কেন্দ্র যদি সময়ে আবাস যোজনার টাকা দিয়ে দিত, তাহলে, এমন মৃত্যু দেখতে হত না।