Uncategorized

ফের  বিশ্বরেকর্ড  শুটিংয়ে

Asian games

The Truth of Bengal: এশিয়ান গেমসের ফের সোনা। দিনের শুরুতেই শুটিংয়ে পদক জিতল ভারত। এদিন সকালে প্রথম পদক এনে দিয়েছেন ভারতের মেয়েরা। ১০ মিটার এয়ার পিস্তলে রুপো জিতলেন পালক গুলিয়া, এশা সিংহ এবং টিএস দিব্যা। তার কিছু ক্ষণের মধ্যেই সোনা জেতেন ভারতের ছেলেরা।শুক্রবার শুটিং থেকে ১৫তম পদক এনে দিলেন প্রতাপ, কুশলেরা।

তাঁরা তিন জনে মিলে ১৭৬৯ পয়েন্ট স্কোর করেন ৫০ মিটার রাইফেল থ্রি পজিশনে। এর আগে ১৭৬১ পয়েন্ট ছিল বিশ্ব রেকর্ড। দ্বিতীয় স্থানে শেষ করে চিন। তারা পায় ১৭৬৩ পয়েন্ট। সেটাও শেষ বিশ্ব রেকর্ডের থেকে বেশি ছিল৫০ মিটার রাইফেল পুরুষদের দলগত বিভাগে, ভারত ১৭৬৯ পয়েন্ট নিয়ে সোনা জিতেছে। দলে ছিলেন ঐশ্বরিয়া প্রতাপ সিং তোমর, স্বপ্নিল সুরেশ কুসলে এবং অখিল শিওরান।

এশিয়ান গেমসে শুটিং থেকে ভারতের সব থেকে বেশি পদক জয়ের রেকর্ডও ভেঙে দিলেন প্রতাপেরা। দোহাতে ভারতের শুটারেরা ১৪টি পদক জিতেছিলেন। সেই রেকর্ড ভেঙে গেল শুক্রবার। চলতি এশিয়ান গেমসে এখনও পর্যন্ত দেশকে ১৫টি পদক এনে দিয়েছেন ভারতীয় শুটাররা।এবার ভারত ১০০ পদকের লক্ষ মাত্রা নিয়ে গিয়েছে এশিয়ান গেমসে । সেকারণে একের পর এক সোনা জয় ।

Free Access

Related Articles