কলকাতা

ডেঙ্গি অভিযানে কড়া পুরসভা! বন্ধ বাড়ির তালা ভেঙে কীটনাশক স্প্রে

Dengue

The Truth of Bengal: বাড়তে থাকা ডেঙ্গি পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছে কলকাতা পুরসভা। মশা নিধনে গত কয়েকদিন ধরে পুরসভার তরফে শহরের বিভিন্ন জায়গায় অপারেশন চালানো হচ্ছে। ঝোপঝাড়, অলিগলি কিছু বাদ যাচ্ছে। কলকাতা কর্পোরেশনের ডেপুটি মেয়র অতীন ঘোষ তিনি নিজে ডেঙ্গু পরিস্থিতি খতিয়ে দেখছেন কলকাতার অলিগলির বিভিন্ন জায়গায়। এবার টালিগঞ্জের সেন্ট্রাল গভর্নমেন্ট কোয়ার্টারের বিভিন্ন জায়গা পরিদর্শন করলেন কলকাতা কর্পোরেশনের ডেপুটি মেয়র অতীন ঘোষ সহ কলকাতা পুরনিগমের একটি বিশেষ টিম।

যেখানে অতীন ঘোষ তিনি নিজে মাইকিং করে মানুষজনকে সচেতন করেন।চলে ড্রোনের সাহায্যে নজরদারি। পরে অতীন জানান, সেন্ট্রাল গভার্নমেন্টের এই কোয়ার্টার পুরসভার কাছে বেশি চিন্তার কারণ হয়ে দাঁড়াচ্ছে। সেখানে ডেঙ্গির লার্ভা শেষ করতে পুরকর্মীদের নির্দেশ দেন অতীন।৯৬ নম্বর ওয়ার্ডের বিজয়গড় নারকেল বাগান এলাকার বিস্তির্ণ অঞ্চলের হাল হাকিকত পরিদর্শন করেন অতীন। সেখানে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা একটি বাড়ি তাদের নজরে আসে।

যাদবপুর থানার আধিকারিকদের উপস্থিতিতে দরজার তালা ভেঙে ভেতরে মশার লার্ভা নিধনের কীটনাশক স্প্রে করা হয় এবং আবর্জনা মুক্ত করার কাজ শুরু করা হয়। শহর কলকাতার মানুষের জীবনের সুরক্ষার স্বার্থে মশার লার্ভা নিধনের কাজে কোন আপস করা হবে না বলেও এদিন স্পষ্ট জানান ডেপুটি মেয়র অতীন ঘোষ। অতীনের সঙ্গে ছিলেন বোরও ১০ এর চেয়ারপারসন জুঁই বিশ্বাস। পরে ৯৭ নম্বর ওয়ার্ডে ডেঙ্গি অভিযান চলে।

Free Access

Related Articles