
The Truth of Bengal: ৫১ সতীপীঠের সবগুলি দেখার ইচ্ছা থাকলেও তা সম্ভব হয়ে ওঠে না। এই উপমহাদেশের অনেকগুলি জায়গায় আছে সতীপীঠগুলি। ভারত, বাংলাদেশে, শ্রীলঙ্কা, তিব্বত ও পাকিস্তানের বিভিন্ন জায়গায় থাকা সতীপীঠগুলির ছোঁয়া পাওয়া যাবে এক জায়গায়। দেশের মধ্যে পশ্চিমবঙ্গে আছে সবচেয়ে বেশি সতীপীঠ। আবার এই রাজ্যের মধ্যে বীরভূমে আছে বেশ কয়েকটি সতীপীঠ। বীরভূমে অবস্থিত পাঁচটি সতীপীঠের মধ্যে অন্যতম হল নলাটেশ্বরী মন্দির।
কথিত আছে দেবী সতীর শরীরের ৫১টি অংশের মধ্যে নলহাটিতে পড়েছিল দেবী সতীর গলা বা ‘নলা’। তাই মন্দিরটি মা নলাটেশ্বরী মন্দির নামে পরিচিত। চাইলেও সবাই পারে না এই ৫১টি জায়গা ঘুরতে যেতে। সেই সমস্ত ভক্তদের কথা চিন্তা করে বীরভূমের নলহাটির নলাটেশ্বরী মন্দিরে বাকি ৫০টি সতীপীঠের কারুকার্য ফুটিয়ে তোলা হয়েছে। এই মন্দির দর্শন করলে ভক্তরা অন্য সব সতীপীঠের কিছুটা ঝলক পাবেন। কালী ভক্তদের অনেকের ইচ্ছা থাকে জীবনে ৫১টি কালীক্ষেত্র অর্থাৎ পীঠ দর্শনের।
দেশ-বিদেশে ছড়িয়ে সেই পীঠগুলি দর্শন সম্ভব হয়ে ওঠে না। এবার সেই ৫১টি পীঠের আদল তৈরি হল নলাটেশ্বরী মন্দিরে।৫১ সতীপীঠ ভারতের বিভিন্ন প্রান্তে যেমন রয়েছে, তেমনই রয়েছে ভারতের বাইরে। তাই ইচ্ছা থাকলেও সকলের পক্ষে ৫১পীঠ দর্শনের সম্ভব হয়ে ওঠে না। সেই ভক্তদের কথা মাথায় রেখে নলাটেশ্বরী মন্দির কর্তৃপক্ষ উদ্যোগ নেয় এক জায়গায় ৫১পীঠ দর্শনের সুযোগ করে দেওয়ার। গোটা মন্দিরে ফুটিয়ে তোলা হয়েছে উপমহাদেশের সব সতীপীঠের ঝলক। দূরদূরান্ত থেকে ভক্তরা আসছেন এই মন্দিরে কারুকার্য দেখার জন্য।