রাজ্যের খবর

বাংলাদেশে ময়ূর পাচার করতে গিয়ে হাতেনাতে পাকড়াও এক যুবক

BSF কর্মীরা ওই যুবককে দাঁড়াতে বললে পালানোর চেষ্টা করে

The truth of Bengal: সীমান্ত দিয়ে বাংলাদেশে সাতটি ময়ূর পাচার করার অভিযোগ এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাতে যুবককে গ্রেফতার করা হয় ভারত বাংলাদেশ সীমান্ত ধানতলা এলাকায়।

বিএসএফ সূত্রের খবর, শনিবার রাতে সীমান্তে টহল দেওয়ার সময় টহলরত কর্মীদের নজরে আসে একটি খাঁচায় কিছু পাখি নিয়ে তারকাটা টপকে বাংলাদেশ যাওয়ার চেষ্টা করছে। এর পরই BSF কর্মীরা ওই যুবককে দাঁড়াতে বললে পালানোর চেষ্টা করে। তাকে ধাওয়া করলে, একটি গর্তের মধ্যে যুবকটি পড়ে যায়, ফলে গুরুতর জখমও হয় সে।

তারপরেই তাকে পাকড়াও করা হয়। এবং যুবকের কাছ থেকে উদ্ধার করা হয় সাতটি ময়ূর। কিছু জিজ্ঞাসাবাদের পর ধৃতকে ধানতলা পুলিশের হাতে তুলে দেওয় হয়। বাজেয়াপ্ত করা ময়ূরগুলিকে রানাঘাট বন দপ্তরের হাতে তুলে দেওয়া হয়েছে বলে ধানতলা পুলিশের তরফে জানানো হয়েছে।

ধৃতদের রবিবার রানাঘাট আদালতে পেশ করা হলে, ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক।