খেলা

কলকাতায় আসতে চলেছেন রোনাল্ডিনহো

Ronaldinho In kolkata

The Truth of Bengal: কলকাতার ফুটবলপ্রেমীদের জন্য সুখবর। সব কিছু ঠিক থাকলে পুজোর আগেই কলকাতায় আসছেন ব্রাজিলের তারকা ফুটবলার রোনাল্ডিনহো গাউচো। অক্টোবর মাসের ১৬  তারিখে শহরে থাকার  কথা তাঁর। উদ্যোক্তা আলভারেজ স্পোর্টস ইন্টারন্যাশনাল প্রাইভেট লিমিটেড। তবে, ১৬ থেকে ১৮ অক্টোবর কলকাতায় থাকবেন তিনি । পুজোর আগে বেশ কয়েকটা পুজোও উদ্বোধন করবেন তিনি । এর আগে ভালোবাসার এই শহরে পা রেখেছেন পেলে, মারাদোনা, মেসির মতো কিংবদন্তি সব ফুটবলাররা। সম্প্রতিই এসেছিলেন বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা দলের গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ। আর এবার পালা রোনাল্ডিনহোর।সারা বিশ্বই রোনাল্ডিনহোর পায়ের জাদুতে মুগ্ধ ছিল যখন তিনি খেলতেন।

বর্তমান সময়ে নেইমারকে নিয়ে বেশি চর্চা হলেও সাম্বা ফুটবলের ঝলক পাওয়া যেত রোনাল্ডিনহোকে দেখেই। একাই কাটিয়ে গোল করার ক্ষমতা রাখতেন তিনি। রোনাল্ডিনহোর ড্রিবলিংয়ের জুড়ি মেলা ভার। ২০০২ সালে ব্রাজিলের বিশ্বকাপ জয়ের নেপথ্যে রোনাল্ডিনহোর অগ্রণী ভূমিকা ছিল।ব্রাজিল ছাড়াও রোনাল্ডিনহো ছিলেন বার্সেলোনার ফুটবলার। মেসি তখন ১৯ নম্বর জার্সি পরতেন আর রোলান্ডিনহো পরতেন ১০। দু’জনের দাপটে বার্সেলোনাকে তখন নিয়ন্ত্রণ করা কার্যত অসম্ভব ছিল বিপক্ষের কাছে। আর ভারতেও রোনাল্ডিনহোর ভক্ত সংখ্যা কয়েক কোটি। কলকাতায় তিনি পা রাখার সঙ্গে সঙ্গেই যে ভক্তদের ব্যাপক সমাগম হবে তা বলাই বাহুল্য।উল্লেখ্য, কিছুদিন আগেই কলকাতাবাসী তৈরি হয়েছিলেন এক বিশেষ মুহূর্তের জন্য ।

কলকাতায় এসেছিলেন  আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজ। মিলন মেলা প্রাঙ্গনে একটি অনুষ্ঠানে যোগ দেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজ । তাঁর পরবর্তী গন্তব্য ছিল মোহনবাগান  ক্লাব। সেখানে নানা মুহূর্ত উপহার দিলেন এমি মার্টিনেজ। মোহনবাগান মাঠে কলকাতা পুলিশের ফ্রেন্ডশিপ কাপেরও উদ্বোধন করেন। আর্জেন্তিনাকে বিশ্বকাপ জেতানোর পর থেকে দেশে এবং বিদেশের মাটিতে বীরের সম্মান পেয়েছেন আর্সেনালের হয়ে এক সময়ের ব্রাত্য এই গোলরক্ষক। এমিলিয়ানোর দুদিনের সফরে ছিল  একাধিক কর্মসুচি।  তাদের কথা অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিশ্বকাপজয়ী গোলরক্ষক।

Related Articles