উপকূল বাঁচাচ্ছে সুন্দরবনে লাগানো হচ্ছে ম্যানগ্রোভ
Mangrove Tree Platation in Sundarban

The Truth of Bengal: প্রাকৃতিক দুর্যোগ থেকে সুন্দরবনকে রক্ষা করে ম্যানগ্রোভ।আমফান-ইয়াসের মতো ঘোর দুর্যোগের সময় শুধু এই অরণ্যের জমাট ঘেরাটোপ দ্বীপঅঞ্চলকে আগলে রেখেছিল।অতীতেও ঘূর্ণিঝড় বুলবুলের হাত থেকে অনেকাংশে সুন্দরবনকে রক্ষা করেছে এই ম্যানগ্রোভ। তবুও কিছু স্বার্থান্বেষী মানুষ নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্য দিনের পর দিন এই ম্যানগ্রোভ ধ্বংস করে চলেন। অবিলম্বে যাতে ম্যানগ্রোভ ধ্বংস বন্ধ হয় এবং নতুন করে ফাঁকা জায়গায় ম্যানগ্রোভ লাগিয়ে সেগুলি সঠিক পরিচর্যার মাধ্যমে বড় করে তোলা যায় সে বিষয়ে উদ্যোগী হয়েছে রাজ্য পরিবেশ দফতর।
সুন্দরবনের বিভিন্ন এলাকায় নতুন করে ম্যানগ্রোভ লাগানো হয়।৫কোটির কাছে বৃক্ষ রোপন সুন্দরবনকে অনেকটাই সুরক্ষিত করেছে।আর দুর্গোত্সবের আগে প্রকৃতি পুজোয় নামলেন দ্বীপ অঞ্চলের দূর্গারা। নিজেদের হাতে লাগাচ্ছেন গাছ। দক্ষিণ ২৪ পরগনা জেলার রায়দিঘি বিধানসভার নগেন্দ্রপুর এলাকায় চলছে বৃক্ষরোপণ। নদী বাঁধ রক্ষা করার জন্য প্রায় ৫ শতাধিক মহিলা দুর্গার মতো জনপদ আগলানোর কাজে ঝাঁপিয়েছেন।কারণ এই ম্যানগ্রোভ মাটির ১০ফুট পর্যন্ত নীচে ছড়িয়ে গিয়ে ঝঞ্জার বিপদ আটকায়।তাই এখন ২০ কিলোমিটার নদীবাঁধকে সুরক্ষিত রাখার কাজ জোরদার হয়েছে। প্রমীলা বাহিনীর পরিবেশ রক্ষার ঐক্যবদ্ধ প্রয়াসকে তারিফ করছে সুন্দরবনবাসী।
কেন্দ্রীয় তথ্য বলছে, গুজরাটে কমেছে ম্যানগ্রোভ। আমেদাবাদে ৪.৬৭ বর্গ কিমি ম্যানগ্রোভের বনাঞ্চল কমেছে, নভসারিতে কমেছে ১.৮২ বর্গ কিমি এবং আনন্দে ১.৫৩ বর্গ কিমি কমেছে ম্যানগ্রোভের বনাঞ্চল। এছাড়াও মহারাষ্ট্রের তিনটে জেলাতেও ম্যানগ্রোভ কমেছে।আরকেন্দ্রীয় সংস্থা ফরেস্ট সার্ভিস অফ ইন্ডিয়া সমীক্ষায় জানতে পেরেছে সুন্দরবনের ১৬৫ হেক্টর ম্যানগ্রোভ জঙ্গল বেড়েছে।