ব্যবসা

ব্যবসা করতে চান? ভালো আইডিয়া দিলেই টাকা দেবে ‘গৌরী সেন’

Angel investors

The Truth of Bengal: আপনি একদম ভিন্ন কোনও ব্যবসা করার কথা ভাবছেন? আপনি যদি আত্মবিশ্বাসী হন যে অর্থ সাহায্য পেলে আপনি আপনার ব্যবসাকে এক অন্য শিখরে নিয়ে যাতে পারবেন, তাহলে চিন্তার কোনও কারণ নেই। এই ভারতের বুকেই রয়েছে এমন বেশ কয়েকজন অ্যাঞ্জেল ইনভেস্টার্স, যাঁরা আপনার ব্যবসাকে এক নয়া উড়ান দিতে সাহায্য করবে। কিন্তু আপনাকে প্রাথমিক ভাবে যে কাজ গুলি করতে হবে, সেগুলিতে কোনও ফাঁক রাখলে চলবে না।

কতগুলি প্রশ্নের উত্তর আপনার নিজের কাছে পরিষ্কার হয়ে নিতে হবে। যেমন কীসের ব্যবসা করছেন? ব্যবসাটির ভারতের বাজারে কতটা বড় হতে পারে, তার ধারণা? ব্যবসাটি কতদিনের মধ্যে বাজারে একটা ভালো জায়গা করে এবং কীভাবে করবে তার সম্পূর্ণ মডেল।

গত কয়েক বছরে ভারতে বহু বেকার যুবক যুবতী নতুন শিল্পোদ্যাগ শুরু করেছেন। অনেকে ভালো ভালো বিদেশী চাকরি ছেড়েও স্টার্ট আপ করেছেন। অনেকে ভালো কাজ করছেন, অনেকে আবার হারিয়ে গিয়েছেন। আর অধিকাংশ ক্ষেত্রে এই নতুন স্টার্ট আপদের সাহায্যের জন্য এগিয়ে এসেছেন অ্যাঞ্জেল ইনভেস্টার্স।

এঁরা যেহেতু ঈশ্বরের দূতের মতো কাজ করেন, তাই এঁদের অ্যাঞ্জেল লগ্নিকারী বলে। তা বলে এটা ভাবার কোনও কারণ নেই, যে একটি ব্যবসার মডেল তাদের কাছে নিয়ে গেলেই তাঁরা বিনিয়োগ করেন, এমনটা নয়। ব্যবসায়ী বা উদ্যোগীদের সঙ্গে পুরো বিষয়টি আলোচনার পরেই, তাঁরা যদি মনে করেন, এই ব্যবসার সম্ভাবনা রয়েছে, তাহলেই তাঁরা যুক্ত হন। তবে তার বিনিময়ে অ্যাঞ্জেল ইনভেস্টার্সরা কোম্পানির ইক্যুইটি বা অংশীদারিত্ব নিয়ে থাকেন। আবার কিছু অংশে তাঁরা ঋণও দিয়ে থাকেন।

ভারতের এমন কেয়েকজন প্রতিষ্ঠিত অ্যাঞ্জেল ইনভেস্টার্স, যাঁদের হাত ধরে বহু কোম্পানি নয়া উড়ান শুরু করেছে।

১। রঞ্জন আনন্দ, ম্যানেজিং ডিরেক্টর, সিক্যুয়া ক্যাপিটাল

রঞ্জন আনন্দ এমআইটি থেকে গ্র্যাজুয়েট। তিনি ২০১৭ সাল থেকে সক্রিয়ভাবে বিভিন্ন স্টার্ট আপ কোম্পানিতে বিনায়োগ করে আসছেন। ভারত ছাড়াও শ্রীলঙ্কার বহু কোম্পানিতে তিনি বিনিয়োগ করেছেন। রঞ্জন মূলত পছন্দ করে বি টু বি স্টার্ট আপ সংস্থাতে বিনিয়োগ করতে।

২ অনুপম মিত্তল, প্রতিষ্ঠাতা ও সিইও পিপল গ্রুপ

অনুপম মিত্তল ভারতের বাণিজ্য জগতে অতি পরিচিত নাম। ভারতের বুকে তিনিই প্রথম শুরু করেছিলেন অনলাইন মেট্রিমোনিয়াল সাইট শাদি ডট কম। তিনি অন্তত ২৫০টি স্টার্ট আপ কোম্পানিতে বিনিয়োগ করেছেন। নতুন ভাবনা নিয়ে যাঁরা ব্যবসা করতে চান, তাঁদের অত্যন্ত সাপোর্ট করে থাকেন।

৩ টি ভি মোহনদাস পাই, চেয়ারম্যান মণিপাল গ্লাবাল এডুকেশন

টি ভি মোহনদাস পাই, চিফ ফিনানসিয়াল অফিসার হিসেবে কাজ করেছেন ইনফোসিসে। বর্তমানে তিনি মণিপাল গ্লোবাল এডিকেশনের চেয়ারম্যান। পাই মূলত, প্রযুক্তি সংক্রান্ত স্টার্ট আপে বিনায়োগ করে থাকেন। এর পাশাপাশি তিনি মহিলা পরিচালিত স্টার্ট আপ সংস্থাগুলিকেও বিশেষ ভাবে সাহায্য করে থাকেন।

৪ গিরীশ মাথরুভূতম, সিইও ফ্রেসওয়ার্ক

গিরীশ মাথরুভূতম, ভারতের একজন সফল ব্যবসায়ী। তিনি মূলত কাস্টমার সার্ভিস সংক্রান্ত সফ্টওয়ার সার্ভিস দিয়ে থাকেন। তাঁর দাবি, যদি কোনও পণ্য সাধারণ মানুষের জন্য অপিহার্য হয়ে থাকে, তাহলে তেমন কোনও নতুন ব্যবসায় সহযোগী হতে তিনি রাজি।

৫ সন্দীপ ট্যান্ডন, প্রতিষ্ঠাতা ফ্রি চার্জ

সন্দীপ ট্যান্ডন একজন হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী। তিনি প্রতিষ্ঠা করেছেন ফ্রি চার্জ মোবাইল ওয়ালেট। এই সংস্থা মূলত হেল্থকেয়ার এবং প্রযুক্তিক্ষেত্রে কাজ করে থাকে। ২০১৭ সাল থেকে তিনি ২৩টি কোম্পানিকে দাঁড়াতে সাহায্য করেছেন। তিনি বর্তমানে অ্যাঞ্জেল ইনভেস্টার্স হিসেবে কাজ না করলেও, বিভিন্ন প্রযুক্তিগত উদ্যোগীদের মেন্টর হিসেবে সাহায্য করে থাকেন।

এ ছাড়াও দেশের আরও অনেক অ্যাঞ্জেল ইনভেস্টার্স রয়েছে, আগামী দিনে তাঁদেরও নাম প্রকাশ করা হবে। তাহলে আর দেরি কীসের, একটি ভালো বিজনেস মডেল তৈরি করুন। পারলে, সেই ব্যবসাকে শুরু করে সামান্য হলেও লভ্যাংশ তুলুন, যাতে বিনায়োগ কারীদের মনে হয়, এই ব্যবসায় সত্যি সাফল্য মিলতে পারে।