
The Truth of Bengal, Mou Basu: টিকিটেই জুড়ে যাচ্ছে বিভিন্ন মহাদেশ। একটা বিমানের টিকিট কেটেই ঘোরা যাবে ইউরোপের বিভিন্ন শহর। বিমানযাত্রীদের জন্য এমন অভিনব সুযোগ দিচ্ছে বিমান সংস্থা এয়ার ইন্ডিয়া। এয়ার ইন্ডিয়ার বিমানে টিকিট কাটলে এবার নির্বিঘ্নে ইউরোপের ১০০ শহরে ঘোরার সুযোগ পাওয়া যাবে। এমনকী, যে সব শহরে কোনো বিমানবন্দর নেই সে সব জায়গাতেও বেড়ানোর সুযোগ পাবেন ভ্রমণরসিকরা।
এয়ার ইন্ডিয়ার সঙ্গে ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশন ট্রাভেল পার্টনার অ্যাকসেসরেলের মধ্যে ইন্টারমোডাল চুক্তি হয়েছে। নয়া চুক্তি অনুযায়ী, এয়ার ইন্ডিয়ার বিমানের টিকিট কাটলেই এবার ইউরোপের একশো শহর ও টাউনে ঘোরার সুযোগ পাওয়া যাবে। বিমানবন্দরে নামার পর আলাদা করে ট্রেন বা বাসের টিকিট কাটতে হবে না। ট্রেন বা বাস বা অন্য বিমান সংস্থার টিকিট কাটার যে ঝক্কি ঝামেলা পোহাতে হয়। “ওয়ান টিকিট” পরিষেবায় এসব কোনো ঝামেলা আর পোহাতে হবে না।
ইংল্যান্ড, অস্ট্রিয়া, বেলজিয়াম, জার্মানি, চেক রিপাবলিক, হাঙ্গেরি আর ইতালির মতো ইউরোপের ৭ দেশে এয়ার ইন্ডিয়ার বিমানের একটা টিকিট কেটে ১০০ শহরে বেড়ানোর সুযোগ পাবেন। আমস্টারডাম, বার্মিংহাম, লন্ডনের হিথরো আর গ্যাটউইক, মিলান আর ভিয়েনা বিমানবন্দর থেকে এই সুযোগ পাবেন এয়ার ইন্ডিয়ার বিমানযাত্রীরা। এয়ার ইন্ডিয়ার ইন্টারমোডাল টিকিট কাটলে যে সব সংস্থার রেল ও বাস পরিষেবা পাওয়া যাবে, সেগুলি হল- ইউনাইটেড কিংডমের অবন্তী ওয়েস্ট কোস্ট ও ন্যাশনাল এক্সপ্রেস, ইতালির ট্রেনিতালিয়া, অস্ট্রিয়ার ওবিবি অস্ট্রিয়ান রেলওয়েজ, এসএনসিবির বেলজিয়ান রেলওয়েজ ও থালিজ (নেদারল্যান্ডস/বেলজিয়াম)।
এই ওয়ান টিকিট পরিষেবার সুবিধা পেতে হলে বিমানযাত্রীদের এয়ার ইন্ডিয়ার অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে অথবা নিকটবর্তী এয়ার ইন্ডিয়ার টিকিট কাটার অফিসে গিয়ে সিঙ্গল ইন্টারমোডাল টিকিট কাটতে হবে। তাহলে একটা টিকিটেই নির্দিষ্ট সময় ও দিনে সহজে পছন্দসই ইউরোপের বেড়ানোর জায়গা ঘোরার সুযোগ পাওয়া যাবে। এয়ার ইন্ডিয়ার ইন্টারমোডাল টিকিট কাটা থাকলে আর আলাদা করে বিভিন্ন ভ্রমণ সংস্থা ও বিমান সংস্থার ওয়েবসাইটে গিয়ে টিকিট কাটতে হবে না। এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষের আশা, এতে যেমন পর্যটকরা উপকৃত হবেন তেমনই হবেন কাজেকর্মে যাঁদের নিয়মিত ইউরোপে যেতে হয়।
তবে এয়ার ইন্ডিয়াই ভারতের প্রথম বিমান সংস্থা নয় যারা এই ইন্টারমোডাল টিকিটের পরিষেবা চালু করেছে। এর আগে আরেক বেসরকারি বিমান সংস্থা ভিস্তারাও WorldTicket নামক সংস্থার সঙ্গে চুক্তি করেছিল। সেই চুক্তি অনুযায়ী ভিস্তারার একটা টিকিট কাটলেই জার্মানির ফ্রাঙ্কফুর্ট থেকে সেদেশের বিভিন্ন জায়গায় ঘোরার সুযোগ পাওয়া যাবে ডয়েশ বাহন রেলে চেপে।