উত্তরবঙ্গে ধূপগুড়ি বিধানসভা আসনে জয় তৃণমূলের, অভিনন্দন বার্তা মুখ্যমন্ত্রীর, খোঁচা বিজেপিকে
Dhupguri ByElection 2023

The Truth of Bengal: ধুপগুড়ি বিধনসভায় তৃণমূল প্রার্থীর জয় হওয়ায় অভিনন্দন জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার জি-২০ সামিটে যোগ দিতে দিল্লির উদ্দেশে রওনা দেন তিনি। যাওয়ার পথেই মমতা বন্দ্যোপাধ্যায় জানান, “ওদের মিনিস্টার, নেতারা এক মাস ধরে পড়েছিলেন ওখানে। প্রতিটা হোটেল বুক ছিল। একটা জায়গা ছিল না যেখানে কেউ যেতে পারে। আমি মনে করি এটা উত্তরবঙ্গে বড় জয়। সারা বাংলার জয়।”
সাগরদিঘির কাঁটা ছিল, সেই কাঁটা আগেই উপড়ে ফেলেছিল তৃণমূলকংগ্রেস। ধূপগুড়ি বিধানসভা কেন্দ্র নিয়েও একটা আশঙ্কার বাতীবর তৈরি হয়েছিল। যদিও বিজেপি ও তৃণমূল দুপক্ষই ছিল আত্মবিশ্বাসী। কিন্তু শুক্রবার ফল দেখিয়ে দিল, দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তবঙ্গেও দাপটের সঙ্গে নিজেদের ছাপ রেখেছে তৃণমূল। দলীয় প্রার্থীর জয়ে ধূপগুড়ির বাসিন্দাদের অভিনন্দন জানান তিনি। দিল্লি যাওয়ার পথে তিনি বার্তা দিলেন, গোটা উত্তরবঙ্গ তৃণমূলের সঙ্গে। দার্জিলিং থেকে কোচবিহার, আলিপুরদুয়ার, দিনাজপুর সকলেই তাঁদের সঙ্গে। ধূপগুড়ির উপ নির্বাচনকে তিনি ‘ঐতিহাসিক’ বলে দাবি করেন।
এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, চাবাগান থেকে রাজবংশী সম্প্রদায়, সকলে যেভাবে তৃণমূলকে সমর্থন করেছেন। লোকসভায় বিজেপির প্রায় ১৯ হাজার লিড ছিল এই আসনে। এটা ওদের একটা শক্ত ঘাঁটি।” মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন, ওদের মিনিস্টার, নেতারা এক মাস ধরে পড়েছিলেন ওখানে। প্রতিটা হোটেল বুক ছিল। একটা জায়গা ছিল না যেখানে কেউ যেতে পারে। আমি মনে করি এটা উত্তরবঙ্গে বড় জয়। সারা বাংলার জয়।”
ধূপগুড়ি উপনির্বাচন ছাড়াও পশ্চিমবঙ্গ দিবস নিয়েও মন্তব্য করেন তিনি। যা বেশ তাৎপর্য পূর্ণ বলেই মনে করছে রাজনৈতিকমহল। তিনি বলেছেন, “এটা রেজোলিউশন। ন্যাচারালি এটা কারও কাছে যাবে না। জাস্ট ইনফরমেশনটা আমরা পাঠিয়ে দেবো। এটা গতকালই দুই তৃতীয়াংশ ভোটে পাশ করেছি। বাংলার মাটি, বাংলার জলের জয়।” অর্থাৎ বৃহস্পতিবার বিধানসভায় দুই তৃতীয়াংশ ভোটে পাস হয়েছে পশ্চিমবঙ্গ দিবস। আর শুক্রবার ধূপগুড়ি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ফল বেরোলো। এতে যে তৃণমূল শিবির বাড়তি শক্তি পেল তা বলাই যায়।
প্রসঙ্গত শুক্রবারই দেশের সাত রাজ্যের উপনির্বাচনের ফল প্রকাশ হয়। সেই ফল অনুসারে তিনটি আসনে জিতেছে বিজেপি এবং বাকি চারটি আসনে জিতেছে বিরোধীরা। এই ফলপ্রকাশের পরেই মমতা বন্দ্যোপাধ্যায় জানান, উত্তরপ্রদেশের মতো জায়গাতেও বিজেপি হেরেছে। জিতেছে যে তিনটে তার মধ্যে ২টি ত্রিপুরা। কাউকে লড়তে দেয় না। মাত্র দুটো লোকসভা কেন্দ্র। এ নিয়ে হাসির কোনও কারণ নেই। এটা ইন্ডিয়া টিমের বড় জয়। এভাবেই আসতে আসতে মানুষ সিদ্ধান্ত নিক, আমি এটাই চাই।