দেশ

ব্যবসায়ীকে তোলাবাজি ও প্রাণনাশের হুমকির অভিযোগ! গ্রেফতার এক আইপিএস সহ ৯

IPS Arrested

The Truth of Bengal: অসম পুলিশের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ উঠল, পুলিশ সূত্রের খবর, ভবানীপুর থানায় এক ব্যবসায়ী অভিযোগ দায়ের করেছেন, তাঁর নাম রবিউল ইসলাম। তাঁর দাবি, আইপিএস অফিসার সিদ্ধার্থ বুগাগোহান এবং ডিএসপি পুষ্কল গগৈসহ একাধিক অফিসার তাঁর কাছে আড়াই কোটি টাকা দাবি করেছিলেন। তিনি অভিযোগপত্রে জানিয়েছেন, গত ১৬ জুলাই রাত দেড়টা নাগাদ তাঁর বাড়িতে জোর করে একাধিক পুলিশ কর্মী ঢোকেন। তাঁকে মাদাকপাচার নিয়ে আচমকাই একাধিক প্রশ্ন করতে থাকেন।

তিনি কিছু বোঝা ও বলার আগেই পুলিশকর্মীরা বেধড়ক মারতে শুরু করেন। পরে তাঁকে তুলে নিয়ে যাওয়া হয় ভবানীপুর থানায়। সেখানে দীর্ঘক্ষণ আটকে রাখা হয়। পরে তাঁকে নিয়ে যাওয়া হয় পুলিশ সুপারের বাসভবনে। ওই ব্যবসায়ীর আরও অভিযোগ, থানার মধ্যেই তাঁকে প্রাণ নাশের হুমকি দেওয়া হয়, কয়েকজন পুলিশ আধিকারিক বলেন, আড়াই কোটি টাকা না দিলে, পাকিস্তানি ও বাংলাদেশী জেহাদি বলে অনকাউন্টার করা হবে এবং কেস সাজানো হবে, যাতে তার পরিবারও এলাকা ছাড়া হয়।

পরে ছাড়া পেয়ে, ওই ব্যবসায়ী সরাসরি উচ্চপদস্থ আধিকারিকদের জানান। এরপরেই তদন্তে নামে সিআইডি। গ্রেফতার করা হয় এক আইপিএসসহ নয় পুলিশকর্মীদের। রাজ্যপুলিশের ডিজি জিপি সিং জানিয়েছে, বিষয়টি অত্যন্ত সংবেদনশীল, পুরো ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে, অভিযোগ প্রমাণিত হলে, কড়া পদক্ষেপ করা হবে।

Related Articles