মুসলিম পড়ুয়াকে পাকিস্তানে যাওয়ার কথা বললেন শিক্ষিকা, এফআইআর দায়ের
A teacher was accused of spreading religious hatred

The Truth of Bengal: ভারতের ধর্মীয় বিভাজনের চিত্র গত পাঁচ ছয় বছরে প্রকটভাবে দেখা দিয়েছে। এবার সেই কালো ছায়া হানা দিয়েছে স্কুলে স্কুলে। অতি সম্প্রতি দিল্লির একটি স্কুলে এক মুসলিম ছাত্রকে থাপ্পড় মারানো হয়, তারই এক সহপাঠীকে দিয়ে। থাপ্পড় মারার নিদান দিয়েছিলেন ক্লাসের টিচার। বিষয়টি প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে যায়। ধরা পড়ে, ধর্মীয় বিদ্বেষের নক্কারজনক চিত্র। এবার কার্যত একই চিত্র ধরা পড়ল কর্ণাটকে।
একটি সরকারি স্কুলে মুসলিম পড়ুয়াদের পাকিস্তানে চলে যেতে বললেন এক শিক্ষিকা। ঘটনা প্রকাশ্যে আসতেই অভিযুক্ত শিক্ষিকার বিরুদ্ধে তদন্তের নির্দেশ দেয় জেলা শিক্ষা দফতর। প্রাথমিকভাবে কোনওরকম গণ্ডগোল এড়াতে আপাতত তাঁকে অন্য স্কুলে বদলি করা হয়েছে। অভিযুক্ত শিক্ষকার নাম মঞ্জুলা দেবী। তিনি গত ৯ বছর ধরে ওই স্কুলে কর্মরত। প্রশাসনিক সূত্রের খবর, বেশ কয়েকজন মুসলিম ছাত্র অভিযোগ করেছে, ওই স্কুল শিক্ষিকা তাদের পাকিস্তানে চলে যেতে বলেছেন।
কারণ তারা মুসলিম।পাশাপাশি আরও অভিযোগ তাদের উদ্দেশ্য করে তিনি ধর্মীয় বিদ্বেষমূলক মন্তব্যও করেছেন একাধিকবার। অভিযোগ জমা পড়ার পরেই, ঘটনার তদন্ত শুরু করেছেন ব্লক শিক্ষা আধিকারিক পি নীরজ। প্রশাসনের তরফে জানানো হয়েছে, প্রাথমিকভাবে অভিযুক্ত শিক্ষিকাকে অন্য স্কুলে সাময়িকভাবে পাঠানো হয়েছে। পুরো বিষয়টি বিভাগীয় তদন্ত করা হচ্ছে, দোষী সাব্যস্ত হলে, আইনানুগ কড়া পদক্ষেপ করা হবে।