বিনোদন

বাংলা সিরিয়ালের টিআরপির হাড্ডাহাড্ডি লড়াইয়ে দীপা-জ্যাস

Bengali Serial TRP

The Truth of Bengal: বাংলা সিরিয়ালের টিআরপি তালিকায় চলতি সপ্তাহে এবার রয়েছে বড়সড়ো চমক। প্রতি সপ্তাহে সিরিয়ালের প্রতিযোগিতার ফলাফল প্রকাশ্যে আসে। এবার সপ্তাহের শেষের আগেই টিআরপির ফলাফল ঘোষণা হলো। হাড্ডাহাড্ডি লড়াই চলছে অনুরাগের ছোঁয়া আর জগদ্ধাত্রী ধারাবাহিক এর মধ্যে। গত সপ্তাহের আগের সপ্তাহে টিআরপির শীর্ষে ছিল অনুরাগের ছোঁয়া।

এত দিনের রেকর্ড ভেঙ্গে ফেলে আবারো জায়গা ছিনিয়ে নিলো জগদ্ধাত্রী। আগের সপ্তাহের মতো এই সপ্তাহেও জগদ্ধাত্রী ধারাবাহিক পেয়েছে ৮.১। অন্যদিকে অনুরাগের ছোঁয়ার টিআরপি আছে এসেছে ৮.০।টিআরপি এমনই একটা জায়গা, সেখানে আজ যে রাজা কাল সেই ফকির। আগামী দিনে কী হয়, কেই বা বলতে পারে? এদিকে টি আর পির তৃতীয় স্থানে রয়েছে ফুলকি। যদিও খুব বেশিদিন হল শুরু হয়নি সিরিয়ালটি। তবে এরই মধ্যে বেশ নজর কেড়েছে দর্শকদের। তবে প্রতিযোগিতার পয়েন্টে অনেকটাই পিছিয়ে ফুলকি। সিরিয়ালটি পেয়েছে ৭.৯।

অন্যদিকে নিম ফুলের মধু আর রাঙা বউয়ের মধ্যেও চলছে জোর টক্কর। ৭.৫ পয়েন্ট পেয়ে চতুর্থস্থানে রয়েছে রাঙা বউ। আর ৭.৪ পয়েন্ট পেয়ে নিম ফুলের মধু রয়েছে পঞ্চম স্থানে। আর চতুর্থ স্থানেও গত সপ্তাহের মতো রয়েছে ‘রাঙা বউ’। এক লাফে বেশ অনেকটা নম্বর বেড়েছে ‘নিম ফুলের মধু’র। গত সপ্তাহে ওই ধারাবাহিক পেয়েছিল ৬.৬।  নতুন ধারাবাহিক ‘সন্ধ্যাতারা’র পারফরম্যান্স প্রথম থেকেই ভাল না থাকলেও বিগত কয়েক সপ্তাহে এই ধারাবাহিকে নম্বর ক্রমশ যেন বেরেই চলেছে। ধারাবাহিকটি এই সপ্তাহে পেয়েছে ৭.৩। পিছনে ফেলে দিয়েছে অনেক পুরনো ধারাবাহিককে।

Related Articles