
The Truth Of Bengal: অ্যাকুরিয়ামে রঙিন মাছ চাষ করে ব্যবসায় লক্ষ্মীলাভ করছেন তুফানগঞ্জের সমীর দত্ত (Samir Dutta)। অ্যাকুরিয়ামে মাছ ব্রিডিং করে বাজারজাত করছেন তিনি। ২৫ প্রজাতির রঙিন মাছ চাষ আগামীতে আর্থিক স্বাধীনতা লাভে সুবিধা করে দেবে বলে আশা স্বপ্নসন্ধানীর।
মাছ চাষ বড় লাভের। আর এখনকার শৌখিন যুগে অ্যাকুরিয়ামের রঙিন মাছ চাষ বাড়তি আয় নিশ্চিত করছে। দেশ তো বটেই বিদেশেও রঙিন মাছ রফতানি করে মোটা টাকা লাভের হাতছানি রয়েছে। গোল্ড ফিশ, ডিসকাস, অসকাস, রেড ক্যাপ, রেড আই, মিল্কি, বার্ব সহ নানা প্রজাতির রঙিন মাছ একদিকে যেমন আমাদের কাছে দৃষ্টিনন্দন হয়,তেমনই আবার রঙিন মাছ বেছে বাজার তৈরির সুযোগও রয়েছে। একথা মাথায় রেখেই তুফানগঞ্জ শহরের ৪ নং ওয়ার্ডের আদি কালীবাড়ি রোডের বাসিন্দা সমীর দত্ত মাছ চাষে নিঃশব্দ বিপ্লব ঘটাচ্ছেন। ৫ বছরে অ্যাকুরিয়ামে মাছ ব্রিডিং ও বিপণন করে সাফল্যের সিঁড়িতে পা রাখছেন। স্বপ্ন সার্থক করে সমাজকে স্বনির্ভরতার পাঠও দিচ্ছেন তিনি। কই কার্প মাছ ব্রিডিং করে বাজার ধরছেন।
এছাড়াও কাবুটু জাপানিশ মাছ, সিলভার সার্ক, এঞ্জেল, গোল্ড ফিস, রয়েছে। তবে সেগুলোর এখন ব্লিডিং শুরু হয় নি। এছাড়াও তিনি ব্লিডিং করছেন কোকোডাইল মাছের। তিনি জানান, অ্যাকুরিয়াম মাছের চাষ করতে খুব একটা বেশী জায়গা ও অর্থের প্রয়োজন হয় না। যে কেউ এই ধরনের অ্যাকুরিয়াম মাছের চাষ করতে পারেন। এখন প্রায় ২৫ প্রজাতির একুরিয়াম মাছের চাষ হচ্ছে বলেও তিনি জানিয়েছেন। প্রতিবেশীরা বলছেন ইচ্ছে থাকলে যে উপায় হয়,উপায় বের করতে পারলে যে উপার্জন হয় তা এই তুফানগঞ্জের এই উদ্যোগী ব্যক্তি প্রমাণ করলেন।