
The Truth of Bengal: মহাকাশ থেকে জলযান, সবেতেই তাক লাগাচ্ছেন ভারতের বিজ্ঞানীরা।সাধনার সিদ্ধি লাভ করে দেশের বিজ্ঞান চিন্তার জগতকে সমৃদ্ধ করছেন।স্বদেশী প্রযুক্তিতে তৈরি বিন্ধ্যগিরি এদেশের অভিনব সৃষ্টির জগতে পালক যুক্ত করল।বৃহস্পতিবার রাষ্ট্রপতি দৌপদী মুর্মু আনুষ্ঠানিকভাবে এই বিন্ধ্যগিরির উদ্বোধন করেন।নৌবাহিনীর ‘১৭এ’ প্রকল্পের ষষ্ঠ জাহাজ হিসাবে বিন্ধ্যগিরির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। সেখানে রাষ্ট্রপতি দৌপদী মুর্ম, ভারতের আশাতীত সাফল্যের তথ্য তুলে ধরেন।
আত্মনির্ভরতার কাজে মগ্ন বিজ্ঞানীরা কিভাবে সম্ভব করেছে যুগান্তকারী এই জাহাজ নির্মাণ,তাও উঠে আসে তাঁর কথায়। তথ্য দিয়ে রাষ্ট্রপতি বলেন,গার্ডেনরিচ শিপ ব্লিডার্স এন্ড ইঞ্জিনিয়ার্স ১০০-র বেশি জাহাজ নির্মাণের স্বপ্ন সার্থক করেছে। অনুষ্ঠানে হাজির ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়,রাজ্যপাল সিভিআনন্দ বোস সহ নৌবাহিনীর আধিকারিকরা। জানা গেছে, এক দিনের সফরে বুধবার কলকাতা আসেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।
প্রথমে রাজভবনে ‘নেশামুক্ত ভারত অভিযান’ নামে মাদক বিরোধী কর্মসূচির উদ্বোধন করেন।তারপর দুপুরে গার্ডেনরিচ শিপবিল্ডার্সে পৌঁছন রাষ্ট্রপতি। সেখানে ‘বিন্ধ্যগিরি’ বলে ভারতীয় নৌবাহিনীর একটি নতুন যুদ্ধজাহাজের উদ্বোধন করেন তিনি। সেখানেই ভারতের বিজ্ঞানের জয়জয়কারের কথাও উঠে আসে তাঁর কথায়।কলকাতার অবস্থানগত সুবিধার বিষয়েও আলোকপাত করেন রাষ্ট্রপতি। রাজ্য প্রশাসন থেকে পুরসভা সবাই নানা বিষয়ে সহযোগিতা করতেও তত্পর। গার্ডেনরিচ শিপ ইয়ার্ডস এণ্ড ইঞ্জিনিয়ার্স কর্তৃপক্ষ আগামীদিনে আরও কিছু চমকপ্রদ কাজ উপহার দেবে বলে আশা করছেন বিজ্ঞানীরাও।