ইডেনে ডার্বিতে গিয়েছিল প্রাণ! শ্রদ্ধায় স্মরণ ১৬ ফুটবলপ্রেমীকে
Blood Donetion Camp on Football Lovers Day

The Truth of Bengal: ১৬ আগস্ট। বাংলার ক্রীড়াপ্রেমী মানু্ষের কাছে অভিশপ্ত একটি দিন। ১৯৮০ সালের ১৬ আগস্ট এই কলকাতায় ঘটে গিয়েছিল এক মর্মান্তিক ঘটনা। খেলা দেখতে এসে প্রাণ হারিয়েছিলেন ১৬ জন ফুটবলপ্রেমী। মোহনবাগান-ইস্টবেঙ্গল ম্যাচ মানেই আলাদা উন্মাদনা। দুই ক্লাবের সমর্থকরা আলাদা আবেগে ভাসেন। ডার্বি ঘিরে আজও যেমন উত্তেজনা দেখা যায়, সেদিনও ছিল তেমন উত্তেজনা। ১৯৮০ সালের ১৬ আগস্ট ইডেন গার্ডেন্সে মোহনবাগান বনাম ইস্টবেঙ্গলের বড় ম্যাচ ছিল। সেই ম্যাচ দেখতে এসে প্রাণ হারিয়েছিলেন ১৬ জন ফুটবলপ্রেমী।
তখন যুবভারতী ক্রীড়াঙ্গন তৈরি হয়নি। ময়দানের বিভিন্ন মাঠের পাশাপাশি ইডেন গার্ডেন্সে হতো ফুটবলের গুরুত্বপূর্ণ ম্যাচগুলি। সেদিনের ইস্টবেঙ্গল-মোহনবাগান ম্যাচে মাঠের লড়াইয়ের আঁচ ছড়িয়ে পড়ে গ্যালারিতেও। ইডেনে সেদিন লাখো সমর্থক উত্তেজিত হয়ে পড়লে পরিস্থিতি হাতের বাইরে চলে যায়। হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে প্রাণ হারান ১৬ জন ফুটবলপ্রেমী। কলকাতার ক্রীড়াক্ষেত্রে দিনটি কালো দিন হিসেবে চিহ্নিত হয়ে যায়। খেলার মাঠে এরকম ঘটনার যাতে পুনরাবৃত্তি না হয়, তারই প্রার্থনা করেন সকলে। ১৯৮১ সাল থেকে এই দিনটিকে ফুটবলপ্রেমী দিবস হিসেবে পালন করা হয়। প্রতিবছরের মতো এবারেও আইএফএ-এর উদ্যোগে ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে আয়োজন করা হয় রক্তদান শিবির। স্মরণ করা হয় ওই ফুটবলপ্রেমীদের।
মৃত ফুটবলপ্রেমীদের স্মরণে আয়োজিত রক্তদান শিবিরে ভিড় ছিল চোখে পড়ার মতো। এবছর রক্তদাতাদের দেওয়া হল বাংলার অন্যতম সেরা কোচ সঞ্জয় সেনের সই করা শংসাপত্র। রক্তদাতাদের উৎসাহ দিতে এসেছিলেন রাজ্যের ক্রীড়া ও যুবকল্যাণ মন্ত্রী অরূপ বিশ্বাস। ছিলেন আইএফএ সচিব অনির্বাণ দত্ত সহ ক্রীড়া জগতের বিশিষ্টরা। ১৯৮১ সালের পর প্রতিবছরই এই বিশেষ দিনটিতে পালিত হয় ফুটবলপ্রেমী দিবস। ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে ১৬জন ফুটবলপ্রেমীকে ফুলে–মালায় স্মরণ করা হল। বড় ম্যাচে ঘটি–বাঙালের রেষারেষি থাকুক। উত্তেজনা থাকুক। কিন্তু সবার কামনা ওই অভিশপ্ত দিনটা যেন আর ফিরে না আসে।