রেড রোডে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে পুরস্কৃত হলেন আমলারাও
IAS Officers felicitated at Red Road Independence Day function

The Truth of Bengal: পুলিশের আধিকারিকদের পাশাপাশি এবার স্বাধীনতা দিবসে দক্ষ আমলারাও পুরস্কৃত করল রাজ্য সরকার। এবারই প্রথম রেড রোডে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে আইএএস অফিসারদের সম্মানিত করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর মাধ্যমে রাজ্য সরকার যে বৈষম্য নীতিতে বিশ্বাসী নয় সেই বার্তাও দেওয়া হল এদিনের অনুষ্ঠানে। স্বাধীনতা দিবসের সকালে কলকাতার রেড রোডে অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য অনুষ্ঠান। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জাতীয় পতাকা উত্তোলন করে অনুষ্ঠানের শুভ সূচনা করেন। এদিন যাঁরা পুরস্কৃত হলেন, তাঁরা যথাক্রমে
স্বরাষ্ট্রসচিব বিপি গোপালিকা
আইএএস বিবেক কুমার
আইএএস মনোজ পন্ত
আইএএস প্রভাত মিশ্র
আইএএস সংঘমিত্রা ঘোষ
আইএএস নারায়ণ স্বরুপ নিগম
আইএএস শান্তনু বসু
আইএএস পিবি সেলিম
আইএএস শরদ কুমার দ্বিবেদী (উত্তর ২৪ পরগনার জেলাশাসক)
আইএএস মুক্তা আর্য্য (হাওড়ার জেলাশাসক)
ডব্লিউবিসিএস বিধান রায় (বীরভূমের জেলাশাসক)
তবে আইএএস অফিসারদের এই প্রথমবার সম্মান করা হয়নি। এর আগে ২০১৪ সালে প্রথমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁদের পুরস্কার দিয়েছিলেন। কিন্তু কোনও অজ্ঞাত কারণে পরের বছর থেকে বন্ধ হয়ে গিয়েছিল। কিন্তু এই বছর থেকে আবারও আইএএস অফিসারদের পুরস্কৃত করা হচ্ছে। আজ রেড রোডের অনুষ্ঠানে ‘চিফ মিনিস্টার পুলিশ মেডেল ফর আউটস্ট্যান্ডিং সার্ভিস’ দেওয়া হয় এক জন আইপিএস অফিসারকে। তিনি হলেন, পশ্চিমবঙ্গ পুলিশের ওয়েস্টার্ন জোনের এডিজি ও আইজিপি শ্রী ত্রিপুরারি অথর্ব।
এছাড়াও এদিন ‘চিফ মিনিস্টার পুলিশ মেডেল ফর কমান্ডেবল সার্ভিস’ সম্মান পেলেন পাঁচ জন আইপিএস অফিসার। এঁদের মধ্যে রয়েছেন আলিপুরদুয়ারের পুলিশ সুপার ওয়াই রঘুবংশী, হাওড়া গ্রামীণের পুলিশ সুপার স্বাতী ভাঙ্গালিয়া, পুরুলিয়ার পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায়, পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার ধৃতিমান সরকার এবং হুগলি গ্রামীণের পুলিশ সুপার আমনদীপ।