অফবিটফিচার

নিউইয়র্কের বইমেলায় শোভা পাচ্ছে বাংলা বই

New York Bengali Book Fair

The Truth of Bengal: নিউইয়র্কে শেষ হলো চার দিনের ব্ই মেলা । এই ব্ই মেলায় ছিল বাংলা ব্ইয়ের সম্ভার । ৩২ তম বই মেলায় ২৫ টি বাংলা এর সম্ভার ছিল । এবারের ব্ই মেলায় মুক্তধারা জিএফবি পুরস্কার পেয়েছেন বাংলাদেশের কবি আসাদ চৌধুরী। শিশু কিশোর মনের বিকাশের দিক মাথায় রেখেছিল কতৃপক্ষ। শেষ দিনে ছিল তাদের পারফরম্যান্স।  বাংলা সংস্কৃতির এই ধারাকে উপভোগ করেছেন বহু বিদেশী । বাংলার সংস্কৃতি সম্পর্কে জানতে পেরে তারাও গর্ব বোধ করছেন।

এদিকে, আয়োজকদের তরফে জানানো হয়েছে যে এবারের বইমেলায় আমেরিকা ছাড়াও কানাডা, অস্ট্রেলিয়া, জার্মানি ও লন্ডন থেকে লেখক ও পাঠকরা যোগ দিয়েছিলেন। কলকাতা থেকেও বেশ কয়েকজন যোগ দিয়েছিলেন এই ফ্রি মেলায় । নিউইয়র্ক বইমেলার এক উদ্যোক্তা জানিয়েছেন, ”বইমেলার দিনগুলিতে প্রত্যেক প্রত্যেকের মধ্যে একটি আত্মীয়তার বন্ধন গড়ে উঠেছিল।

মেলা শেষ হওয়ায়, বিষাদের সুর তাঁর গলায়।”আগামী দিনে এই  মেলা বাড়বে বলেই জানিয়েছে কর্তৃপক্ষ। মুক্তধারা সংস্থার তরফে  জানানো হয়েছে , এবারের নিউ ইয়র্ক বইমেলায় এক লক্ষ ডলার মূল্যের বই বিক্রি হয়েছে। আগামী দিনে মেলার সময় বৃদ্ধির জন্য বই অনুরাগীরা আবেদন জানিয়েছেন বলে জানান তিনি।

 

Related Articles