নির্জনতার মধ্যে কয়েকদিন হারিয়ে যেতে চান? ঘুরে আসুন বিহারীনাথ থেকে
Tourism of West Bengal

The Truth of Bengal: রাজ্যের প্রায় প্রতিটি জেলায় প্রাকৃতিক বৈচিত্রে ভরপুর নানা পর্যটনকেন্দ্র আছে। সেই সব জেলার মধ্যে বাঁকুড়া নজর কাড়ে অন্যভাবে। কী নেই এই জেলায়। পাহাড়, জঙ্গল, জলাধার নিয়ে গড়ে ওঠা এই জেলা পর্যটকদের অত্যন্ত পছন্দের গন্তব্য। বাঁকুড়ার মুকুটমনিপুর জলাধার, শুশুনিয়া পাহাড়ের সঙ্গে একইভাবে উচ্চারিত নাম বিহারীনাথ পাহাড়ের নাম। ঘন গাছগাছালিতে ঘেরা বিহারীনাথ পাহাড়ের অপরূপ সৌন্দর্য মুগ্ধ করবেই। আর সেই সৌন্দর্য পর্যটককে টেনে নিয়ে আসে।
লৌকিকতা জড়িয়ে থাকা বিহারীবাবা বা শিবমন্দির পুণ্যাথীদের কাছে অতি পবিত্রস্থান হিসেবে বিবেচিত হয়। বিহারীনাথের চোখ ধাঁধানো প্রাকৃতিক সৌন্দর্য, কুলকুল করে বয়ে যাওয়া ঝরনার জলের ধারা, মন্দিরের ঘণ্টার শব্দে এখানে এক অন্য মায়াবী পরিবেশ বিরাজ করে। সবুজের সমাহার, বয়ে চলা দামোদর পাশে এই পাহাড়টি প্রতিটি ঋতুর সঙ্গে বদলে যায়। বর্ষার সময় ঘন সবুজের চাদরে মুড়ে নেয় নিজেকে। আবার বসন্তে পাতা ঝরার মরসুমে দেখা মিলবে শিমুলের সঙ্গে পলাশের মেলবন্ধন।
বিহারিনাথ পাহাড়ে নানা গাছগাছালি যেমন আছে, তেমনই আছে পাহাড়ি জন্তু। ফুল, নানা পাখি হরেক রকমের প্রজাপতি এই পাহাড়ের রূপ আরও বাড়িয়েছে। বিহারিনাথ পাহাড় বাঁকুড়া জেলা থেকে ৫৭ কিলোমিটার দূরে অবস্থিত। সপ্তাহান্তের ছুটি কাটানোর একেবারে আদর্শ জায়গা। কোলাহল থেকে নির্জনে হারিয়ে যাওয়ার শুধু সেরা জায়গা নয়, পর্যটনের পাশপাশি আত্মাকে পরিশুদ্ধ করার সুযোগ দিতে আপনার অপেক্ষায় থাকে বিহারীনাথ পাহাড়। কাছেপিঠে ঘুরতে যাওয়ার জন্য পর্যটকদের কাছে অত্যন্ত পছন্দের জায়গা হতে পারে বিহারীনাথ পাহাড়।