অফবিটরাজ্যের খবর

৩০ টাকাতে কোটিপতি হলেন তুফানগঞ্জের এক ব্যক্তি

District News

The Truth of Bengal: ৩০ টাকাতেই ফিরল ভাগ্যের চাকা। লটারি কেটে রাতারাতি দিনমজুর থেকে কোটিপতি হলেন তুফানগঞ্জের এক ব্যক্তি। জীবনের মোড় ঘুরে যাওয়ায় আশায় আশরাফুল হক। বলা যায় তাঁর এখন সোনায় সোহাগা।

সংসারে প্রবল অনটন! বলতে গেলে নুন আনতে পান্তা ফুরানো অবস্থা। কোনরকমে দিনমজুরি করে চলে তাঁর সংসার। তবু তিনি আশায় দিন গোনেন। কবে কষ্টের জীবনে ইতি টানা যাবে। কবে মেহনতের জীবনে একটু সাশ্রয় হবে? সেই স্বপ্নই এবার পূরণ হল। লটারির টিকিট কেটেই কোটিপতি হলেন তুফানগঞ্জের আসরাফুল হক।

এক রাতের মধ্যে ঘুরে গেল দিনমজুরের ভাগ্যের চাকা। এখন লটারির টিকিট কেটেই কোটিপতি আসরাফুল। তাঁর মা বলছেন, ওপরওলা দিলে ছাপ্পর ফারকে দেন,নিলে ঝাড়ু মেনে নেন।তাই এই কোটি টাকায় বাড়িঘর থেকে নানা কিছু করার ভাবনা রয়েছে তাঁর মায়ের। কিভাবে এত টাকা সুরক্ষিত রাখবেন সেটাই তাঁর চিন্তা।জীবন বাঁচিয়ে জীবনের হাল ফেরানোর স্বপ্নে তিনি যে বিভোর তা বলাই যায়।