
The Truth of Bengal: নন্দীগ্রামে ভোট-হিংসায় জখম হওয়া তৃণমূল কর্মীরা ভর্তি আছেন এসএসকেএম হাসপাতালে। বুধবার বিকেলে তাদের দেখতে এসএসকেএম-এ আসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভর্তি থাকা জখমদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন। কয়েকদিন আগেই এসএসকেএমে ভর্তি থাকা আহত দলীয় কর্মীদের দেখতে এসেছিলেন তৃণমূলের সর্ব-ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার সেই কর্মীদের দেখতে আসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বেশ কিছুক্ষণ কথা বলেন আহত কর্মীদের সঙ্গে। মমতার সঙ্গে ছিলেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিমও। আহতদের হাতে এদিন সরকারের তরফে আর্থিক ক্ষতিপূরণের টাকাও তুলে দেন মমতা। চিকিৎসার জন্য পরবর্তীতে তাঁদের যা প্রয়োজন, তা সবই দেওয়া হবে বলে আশ্বাস দেন মমতা বন্দ্যোপাধ্যায়।
এসএসকেএম হাসপাতাল চত্বরে দাঁড়িয়ে ভোট-হিংসা ইস্যুতে বিজেপিকে তোপ দাগেন মমতা। কলকাতায় বিজেপির মিছিল নিয়েও কটাক্ষ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর কটাক্ষ, বিজেপির একটাই কাজ হিংসা ও বিভেদ ছড়ানো। গত রবিবার দলীয় এক অনুষ্ঠানে কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর সরকার ফেলে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছিলেন। তাঁর মন্তব্যের সমর্থনে গলা মিলিয়েছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারও। যে কোনও সময় সরকার পড়ে যেতে পারে বলেই দাবি করেছিলেন তিনি। তা নিয়ে রাজনৈতিক মহলে জোর চাপানউতোর চলতে থাকে।
এদিন ওই প্রসঙ্গে মুখ খোলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন, আগে বালতি ফেলতে বলুন, তারপর সরকার উল্টোতে আসবে। পঞ্চায়েত নির্বাচনে জয়ের পর সাংবাদিক বৈঠক করে মমতা বন্দ্যোপাধ্যায় আগেই জানিয়েছিলেন, ভোটকে কেন্দ্র করে যাদের মৃত্যু হয়েছে রাজনৈতিক দলমত নির্বিশেষে তাদের ২ লক্ষ টাকা আর্থিক সাহায্য দেওয়ার কথা। একইসঙ্গে নিহতদের পরিবারের একজনকে হোমগার্ডের চাকরি দেওয়ার কথা ঘোষণা করেন মমতা। সেই মতো এদিন এসএসকেএম-এ ভর্তি থাকা জখমদের হাতে ৫০ হাজার টাকার চেক তুলে দেন তিনি।