দেশরাজনীতি

২৪-এ বিজেপিকে আটকাতে আপ ও কংগ্রেসের মেলবন্ধন

lok sabha election 2024

The Truth of Bengal: দিল্লি সরকারের আমলাদের বদলি ও বরখাস্তের পূর্ণ ক্ষমতার অধিকার কার হাতে থাকবে? উপরাজ্যপাল? নাকি নির্বাচিত সরকার। এই নিয়েই কেন্দ্রের সঙ্গে বিরোধ চলছিল অরবিন্দ কেজরিওয়ালের সরকারের। অবশেষে শীর্ষ আদালত তার রায়ে স্পষ্ট করলেও, কেন্দ্র ক্ষমতা ছাড়তে নারাজ। সুপ্রিম কোর্টের নির্দেশের পরেই, অধ্যাদেশ জারি করে। আর এই অর্ডিন্যান্সের বিরোধিতায় কার্যত সম্মুখ সমরে নামেন অরবিন্দ কেজরিওয়াল। রাজ্যসভায় এই বিলের বিরোধিতার জন্য প্রত্যেকটি বিরোধী দলের সহযোগিতার আবেদন করা হয় আপের তরফে।

বিষয়টি নিয়ে পাটনায় মহাজোটের বৈঠকেও তোলার চেষ্টা করেন অরবিন্দ। কিন্তু কংগ্রেসের তরফে তেমন গুরুত্ব না দেওয়ায় রুষ্ট হন অরবিন্দ কেজরিওয়াল। সূত্রের খবর, এবার কংগ্রেস পাশে থাকার বার্তা দিয়েছে। আগামী বাদল অধিবেশনে সংসদে কী কৌশল নেবে, তা ঠিক করতে বৈঠকে বসেছিল কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব। উপস্থিত ছিলেন সনিয়া গান্ধী ও কংগ্রেস প্রেসিডেন্ট মল্লিকার্জুন খাড়্গেসহ বর্ষীয়ান নেতারা। বৈঠকের পর সাংবাদিক সম্মেলন করেন কংগ্রেস নেতা জয়রাম রমেশ।

তিনি জানান, সংসদের আগামী অধিবশনে মণিপুরের হিংসার পাশাপাশি, সংসদীয় কাঠামোর যেভাবে আঘাত করছে বিজেপি সরকার, তার বিরুদ্ধেও সরব হবে কংগ্রেস। পাশাপাশি তাঁর মতে, রেলে বন্দেভারত এক্সপ্রেসের উদ্বোধন হয়ে চলেছেই। কিন্তু রেলের নিরাপত্তার বিষয়টি নিয়ে কোনও পদক্ষেপ করছে না সরকার। বালেশ্বরের দুর্ঘটনা তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে। এছাড়াও, জিএসটি-র বিরোধিতা এবং আদানি ইস্যুতে জিপিসির দাবি থেকে যে সরছে না কংগ্রেস, সেই বার্তাও দেওয়া হয়।

Related Articles