রাজনীতিরাজ্যের খবর
Trending

লাল এবং আইএসএফের সন্ত্রাসের বলি এক নাবালক

Panchayat Election Violence at Deganga

The Truth of Bengal: ভোট-হিংসার বলি তৃণমূল সমর্থক বাবার নাবালক পুত্র। নৃশংস ঘটনায় তোলপাড় দেগঙ্গার সোহাই শ্বেতপুর অঞ্চল। বাবার বাবার সামনেই বোমা মেরে খুন করা হয় স্কুল পড়ুয়া ছেলেকে।একাদশ শ্রেণির ছাত্র ইমরান হাসান-কে নৃশংস ভাবে খুনে নিন্দার ঝড় উঠেছে।যে বিরোধীরা শাসকদলের ভোট হিংসাকে বেঁধে তাঁরাই এখন কাঠগড়ায়।অভিযোগের তির আইএসএফ ও সিপিএম-এর দিকে।

মঙ্গলবার রাত ১১ টার সময় মিছিল সেরে গ্রামে ফিরছিলেন তৃণমূলের কর্মী সমর্থকরা। সেই মিছিলেই ছিল একাদশ শ্রেণির এক ছাত্র। একই সময়ে মিছিল চলছিল বাম ও আইএসএফের। অভিযোগ, আইএসএফের মিছিল থেকেই তৃণমূল কর্মীদের লক্ষ্য করে বোমা ছোঁড়া হয়। তা গিয়ে লাগে ওই ছাত্রের গায়ে। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে সে। তড়িঘড়ি তাকে উদ্ধার করে বিশ্বনাথপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা। পরিবারের অভিযোগ, শুধু বোমাবাজি নয় গুলিও চালানো হয়েছিল। যিনি

নওশাদ সিদ্দিকির হাত ধরে কংগ্রেস আর বামেদের বাঁধার চেষ্টা করেছিলেন, তিনিও অস্বস্তিকর প্রশ্নের মুখে পড়েন। মালদার ভোটপ্রচারে গিয়ে এড়িয়ে যাওয়ার কুশলী কথা শোনা যায় মহম্মদ সেলিমের গলায়। ঘটনাকে কেন্দ্র করে রাতেই রণক্ষেত্রের চেহারা নেয় এলাকা।  অভিযুক্তের বাড়িতে চড়াও হন মৃতের পরিজনরা। খবর পেয়ে ঘটনাস্থলে যায় বিশাল পুলিশ বাহিনী। কাকলি ঘোষ দস্তিদার বলেন, “নৃশংসভাবে পড়ুয়াকে খুন করা হয়েছে। গোটা বিষয়টা পুলিশ খতিয়ে দেখছে। ”তৃণমূল মুখপাত্র জয়প্রকাশ মজুমদার নাবালককে খুনের নিন্দা করেন। পুলিশ তদন্তে নেমে খুনীদের ধরার চেষ্টা করছে। যারা ভোটের আগে রক্তের হোলি খেলে বাংলার বদনাম করছে,তাদের মুখোশ বাংলার মানুষের কাছে খুলে দেওয়া হবে বলে আক্রান্ত তৃণমূল নেতৃত্ব জানিয়েছেন।

Related Articles