৫ সাইড ফুটবল টুর্নামেন্ট দিয়েই ঢাকে কাঠি পড়ল টাটা স্টিল ২৫কে ম্যারাথনের
অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়, বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট চন্দন রায়চৌধুরী, কলকাতা পুরসভার কাউন্সিলর বিশ্বরূপ দে সহ বিশিষ্টরা।
Truth Of Bengal: চলতি বছরের টাটা স্টিল ২০৫কে শুরু হতে আর হাতে বেশি সময় বাকি নেই। সেই উপলক্ষ্যে গত বুধবার শহরের বুকে এক প্রীতি ৫ সাইড ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল। সেখানে উপস্থিত ছিলেন টাটা স্টিলের ভাইস প্রেসিডেন্ট ডিবি সুন্দরামন, আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্কের চিফ মার্কেটিং অফিসার শ্রীপাদ শেন্ডে, প্রোক্যাম ইন্টারন্যাশানালের জয়েন্ট এমডি বিবেক সিং, ভারতের প্রাক্তন জাতীয় ফুটবলার ও অধিনায়ক বাইচুং ভুটিয়া। অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়, বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট চন্দন রায়চৌধুরী, কলকাতা পুরসভার কাউন্সিলর বিশ্বরূপ দে সহ বিশিষ্টরা। এই মঞ্চ থেকেই এবারের টাটা স্টিল ২৫কে ম্যারাথনে অংশগ্রহণকারীদের আগাম অনুপ্রাণিত করেন উপস্থিত বিশিষ্টজনেরা।

এই অনুষ্ঠানে যোগ দিয়ে ভারতের প্রাক্তন অধিনায়ক বাইচুং বলেন, ‘টাটা স্টিল ২৫কের উদযাপন করা আমার কাছে বিরাট সৌভাগ্যের বিষয়। কলকাতা আমার দ্বিতীয় হোম টাউন। কলকাতা ভারতীয় খেলাধুলোর জগতে অন্যতম একটি শহরও বটে। নানা বৈচিত্রের মাঝেও এখানকার মানুষ খেলাধুলোকে বিশেষভাবে অগ্রাধিকার দেন। আজ সেটা আরও একবার প্রমাণ হল। আমার অনুরোধ এলাকার মানুষদের কাছে, আপনারা সকলে মিলে এগিয়ে আসুন, যাতে চলতি বছরের টাটা স্টিল ২৫কে ম্যারাথনকে আরও চমকপ্রদ করা যায়।’
অপর দিকে অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় বলেন, ‘আমার তরফ থেকে নারীদের কাছে অনুরোধ ১৫ শতাংশ নয়, আরও বেশি করে নারীরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করুন। মনে রাখবেন শরীরের সুস্থতার জন্য কেবল দৌড় নয়, চলতি বছরের টাটা স্টিল ২৫কে ম্যারাথনে নারীরা আরও বেশি পরিমাণে অংশগ্রহণ করুণ তাঁদের নিজস্ব স্বকীয়তা, স্বাধীনতা ও শক্তি প্রকাশ করার জন্য।’
টাটা স্টিলের ভাইস প্রেসিডেন্ট ডি.বি. সুন্দরামন বলেন, ‘চলতি বছরে টাটা স্টিল ২৫কে ১০ বছরে পদাপর্ণ করবে। আমারা আশা করব এবারে আরও বেশি পরিমাণে প্রতিযোগীরা অংশগ্রহণ করবেন। যার সাক্ষি থাকতে পেরে গর্বিত বোধ করবেন এই শহরের বাসিন্দারা। কাজেই আমার অনুরোধ আসুন আমরা সবাই মিলে এই প্রতিযোগিতাকে আরও সুন্দরভাবে যাতে সম্পন্ন করতে পারি।’
আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্কের চিফ মার্কেটিং অফিসার শ্রীপাদ শেন্ডে বলেন, ‘ম্যারাথন দৌড় ও আর্থিক সুস্থতার জন্য দরকার হয় চিন্তাশীল পরিকল্পনা এবং ধারাবাহিকভাবে শৃঙ্খলা বজায় রাখা। যেটা আমারা করে থাকি আমাদের গ্রাহকদের জন্য। কেননা দৌড়বিদরা যেমন তাঁদের লক্ষ্য স্থির রাখেন, আমরাও আমাদের গ্রাহকদের ক্ষেত্রে সেই কাজটাই করে থাকি। আমারা খুবই আনন্দিত টিটা স্টিল ২৫কের সঙ্গে যুক্ত হতে পেরে।’
প্রোক্যাম ইন্টারন্যাশানালের জয়েন্ট এমডি বিবেক সিং জানান, ‘টাটা স্টিল ২৫কে ম্যারাথনের ১০ বর্ষ পূর্তির প্রস্ততি এখন থেকেই শুরু হয়ে গিয়েছে। আমি অভিভূত এই ম্যারাথন দৌড় প্রতিযোগিতা ঘিরে শহরের বাসিন্দাদের উৎসাহ ও উদ্দীপনা দেখে। কেননা এটি ভারতের অন্যতম সেরা প্রতিযোগিতা। এই প্রতিযোগিতা প্রতিবারই সফল হয়, রাজ্যের সরকার থেকে শুরু করে স্পনসর, অংশগ্রহণকারী প্রতিযোগী সহ সকলের ঐকান্তিক চেয্টায়। আমার আশা এবারও তার ব্যতিক্রম হবে না।’
এবারের এই ম্যারাথন সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য ২৭৫ জন স্বেচ্ছাসেবকের পাশাপাশি ১২টি রান ক্লাব থাকবে। এদের মধ্যে রয়েছে নর্থ কলকাতা রানার্স, জয়নগর জাগুয়ার্স, নিউটাউন রানার্স, রাজারহাট রানার্স সহ অন্যান্যরা।


