মুর্শিদাবাদে ফের বড়সড় সাফল্য! বাংলাদেশে পাচারের আগেই উদ্ধার ২৮ লক্ষ টাকার নিষিদ্ধ হেরোইন
এই ঘটনায় দুই মাদক পাচারকারীকে গ্রেফতার করেছে পুলিশ। উদ্ধার হওয়া হেরোইনের আনুমানিক বাজার মূল্য প্রায় ২৮ লক্ষ টাকা।
কল্যান বিশ্বাস, মুর্শিদাবাদঃ মুর্শিদাবাদ জেলার লালগোলা থানার চটাইডুগি এলাকায় পুলিশের অভিযানে বাংলাদেশ পাচারের আগেই উদ্ধার হল ২৭২ গ্রাম নিষিদ্ধ হেরোইন। এই ঘটনায় দুই মাদক পাচারকারীকে গ্রেফতার করেছে পুলিশ। উদ্ধার হওয়া হেরোইনের আনুমানিক বাজার মূল্য প্রায় ২৮ লক্ষ টাকা।
ভগবানগোলার এসডিপিও বিমান হালদার জানিয়েছেন, ধৃতদের নাম রাকিবুর রহমান (৩৬) ও মোঃ মোতালিব শেখ (২৩)। দু’জনেরই বাড়ি লালগোলা থানার দক্ষিণ লতিবপাড়া এলাকায়। গভীর রাতে গোপন সূত্রে খবর পেয়ে লালগোলা থানার ভারপ্রাপ্ত আধিকারিক অতনু দাসের নেতৃত্বে এসআই আশরাফুল হক সহ পুলিশের একটি দল চটাইডুগি এলাকায় অভিযান চালায়। অভিযান চলাকালীন সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে ওই দুজনকে আটক করা হয়। এরপর তাদের তল্লাশি চালাতেই উদ্ধার হয় ২৭২ গ্রাম হেরোইন।
পুলিশের প্রাথমিক অনুমান, এই বিপুল পরিমাণ হেরোইন বাংলাদেশে পাচার করার উদ্দেশ্যেই নিয়ে যাওয়া হচ্ছিল। হেরোইন সহ দুজনকে গ্রেফতার করে থানায় নিয়ে আসা হয়েছে। ধৃতদের আজ বহরমপুরের এনডিপিএস আদালতে তোলা হবে এবং ১০ দিনের পুলিশি হেফাজতের আবেদন জানানো হবে।






