প্রযুক্তি

হ্যাকারদের হাত থেকে কীভানে বাঁচাবেন আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট?

How to protect your Instagram account from hackers?

Truth Of Bengal: আট থেকে আশি প্রায় সব বয়সের মানুষ আজকাল সোশ্যাল মিডিয়া ব্যবহারে অভ্যস্ত। অনেকেই ইনস্টাগ্রামে রিল ভিডিও আপলোড করেন। পাবলিক ইনস্টাগ্রাম প্রোফাইল মানে সবাই পোস্ট দেখতে পারেন। এমনকি, নন ফলোয়ার নন এমন ব্যক্তিও ইনস্টাগ্রাম পোস্ট দেখতে পারেন। কমেন্ট করতে পারেন। নিজেদের ইনস্টাগ্রাম প্রোফাইলে আপনার পাবলিক পোস্ট শেয়ার করতে পারেন। এতে ইনস্টাগ্রাম প্রোফাইলের ভিজিবিলিটি ও এনগেজমেন্ট বাড়ে। তবে এতে আপনার ইনস্টাগ্রাম প্রোফাইল হ্যাকারদের কবলে পড়ার ঝুঁকি বাড়ে।

কীভাবে নিজের পাবলিক ইনস্টাগ্রাম প্রোফাইল সুরক্ষিত রাখবেন?

  •  টু ফ্যাক্টর অথেনটিকেশন অপশন চালু করুন। এতে পাসওয়ার্ডের পাশাপাশি অতিরিক্ত সুরক্ষার স্তর যোগ হবে। মোবাইলে কোড পাঠানো হবে। যখনই নতুন ডিভাইসে ইনস্টাগ্রাম প্রোফাইল খুলবেন তখনই ইনস্টাগ্রাম চাইবে সেই কোড।

কীভাবে এই টু ফ্যাক্টর অথেনটিকেশন অপশন চালু করবেন

১) সেটিংসে যান। সিক্যুরিটি অপশনে ক্লিক করুন।

২) অচেনা অজানা ফলোয়ার যাতে ইনস্টাগ্রাম প্রোফাইলে আপনাকে বিরক্ত করতে না পারেন তার জন্য রেস্ট্রিক করতে পারেন। এতে কেউ সরাসরি আপনার পোস্টে কমেন্ট করতে পারবেন না আবার মেসেজও করতে পারবেন না। যারা আপনাকে বিরক্ত করছে তাদের প্রোফাইলে গিয়ে তিনটি ডট ট্যাপ করুন। রেস্ট্রিক অপশন বেছে নিন।

৩) এআই বা কাস্টম কিওয়ার্ড ব্যবহার করে আজেবাজে কমেন্ট ফিল্টার করে দিতে পারবেন। সেটিংস অপশন ক্লিক করুন। প্রাইভেসি সেকশনে গিয়ে হিডেন ওয়ার্ড অপশন বেছে নিন। হাইড কমেন্ট ও কাস্টম ওয়ার্ড ফিল্টার অপশন চালু করুন।

৪) কারা কমেন্ট ও স্টোরিতে আপনাকে ট্যাগ বা মেনশন করবে তা নিয়ন্ত্রণ করুন। সেটিংস অপশন ক্লিক করুন। প্রাইভেসি ফিচার চালু করুন। ট্যাগস/মেনশন অপশন বেছে নিন। কে আপনাকে অনুসরণ করতে পারবে তা বেছে নিন

৫) লগ ইন অ্যালার্ট চালু করুন। আপনার ইনস্টাগ্রাম প্রোফাইলে সন্দেহজনক ভাবে লগ ইন হলে ইমেইল বা মোবাইল নম্বরে সতর্কবার্তা চলে আসবে। সেটিংস অপশন ক্লিক করুন। সিক্যুরিটি ফিচার চালু করুন। লগ ইন অ্যাক্টিভিটি চালু করুন। ইনস্টাগ্রাম থেকে ইমেইল আইডিতে নোটিফিকেশন অপশন ক্লিক করুন।

Related Articles