দেশ

 হোয়াটসঅ্যাপে ছড়াচ্ছে বিপদজনক ইমেজ স্ক্যাম! জানুন বিস্তারিত

Dangerous image scam spreading on WhatsApp! Know the details

Truth of Bengal: কিছুদিন ধরে হোয়াটসঅ্যাপে একটি নতুন ইমেজ স্ক্যাম চলছে। এটি দেখতে একটি মজার ছবি বা মিমের মত হলেও এতে লুকিয়ে আছে ভাইরাস। ভাইরাস লুকিয়ে থাকার ফলে চুরি হয়ে যাচ্ছে ব্যাংক অ্যাকাউন্টের টাকা। মোবাইলে বিভিন্ন তথ্য চুরি হয়ে যাচ্ছে।

এই ইমেজ স্ক্যাম কী ভাবে কাজ করে?

কোন অজানা নম্বর থেকে প্রথমে একটি ছবি আসে। সেই ছবিটি হতে পারে মজার কোন ছবি বা মিম বা হয়তো সেই ছবিতে লেখা থাকতে পারে যে আপনি টাকা জিতেছেন। এই ধরনের ছবির মধ্যেই লুকিয়ে থাকে ভাইরাস।

এটা কিভাবে কাজ করে?

ছবি আপনি যদি ডাউনলোড করেন তাহলে ভাইরাস আপনার ফোনে বাট আপনার ব্যবহৃত যন্ত্রে ঢুকে যাবে। ছবিটিতে ক্লিক করলেই আপনার যোগাযোগের মাধ্যম, মোবাইল ফোন, বার্তা, ব্যাংক একাউন্ট হ্যাক হয়ে যাবে। আপনি হোয়াটসঅ্যাপে যা লিখবেন হ্যাকাররা সেটা দেখতে পাবে। আপনার ফোনের পাসওয়ার্ডও হ্যাকারদের কাছে চলে যাবে।

এই ধরনের স্ক্যাম কিভাবে ছড়ায়?

এই ধরনের স্ক্যানগুলি সাধারণত একজন থেকে অন্যজনের মাধ্যমে চলতে থাকে। কেউ একজন প্রথমে এই ছবিটিকে অন্যজনকে পাঠান এরপরে সেই ছবি চারিদিকে ছড়িয়ে পড়ে। এবং ধীরে ধীরে মানুষরা স্ক্যামের শিকার হন।

এধরনের স্ক্যাম থেকে কিভাবে বাঁচবেন?

ফোন থেকে অটো ডাউনলোড বন্ধ করুন। যাতে আপনার অজান্তেই ফটো ডাউনলোড না হয়ে যায় তা নিশ্চিত করুন। এই ধরনের ফটো চোখে পড়লে তা কখনোই শেয়ার করবেন না। সাধারণ মানুষকে এ বিষয়ে সচেতন করুন। এ ধরনের ফটো আসলে রিপোর্ট করুন।

Related Articles