‘কান’-এ ডেবিউ আলিয়ার, ফ্লোরাল গাউনে রেড কার্পেটে অভিনেত্রী
Alia Bhatt makes her Cannes debut, actress walks the red carpet in floral gown

Truth Of Bengal: অপেক্ষার অবসান। কান চলচ্চিত্র উৎসবে ডেবিউ করলেন আলিয়া ভাট। শুক্রবার ফ্লোরাল গাউনে ‘কান’-এর রেড কার্পেট মাতালেন আলিয়া। এদিন পোশাক শিল্প ড্যানিয়েল রোজবেরির তৈরি স্ট্রাপলেস গাউনে ধরা দিয়েছিলেন অভিনেত্রী। হালকা প্যাস্টেল রঙের পাতলা, নরম কাপড়ের উপরে সিকুইনের সূক্ষ্ম কাজ আরও আকর্ষণীয় করে তুলেছিল আলিয়াকে। সঙ্গে এলিয়ে পড়া চুলে কলকা খোঁপা, ছিমছাম গয়না। ব্যাস এই টুকুই। এভাবেই কান এর রেড কার্পেটে নজর কাড়েন রণবীর ঘরণী।
View this post on Instagram
আলিয়া নিজেই তাঁর ইন্সটাগ্রাম হ্যান্ডেলে নিজের কান চলচ্চিত্র উৎসবের ছবি ভাগ করে নিয়েছেন। ছবি পোস্ট হওয়ার পর থেকেই অভিনেত্রীকে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন সকলে। তবে আলিয়ার এই কান’-এ ডেবিউ নিয়েই তৈরি হয়েছিল নানা জল্পনা। ভারত-পাকিস্তান উত্তেজনার জেরে কান চলচ্চিত্র উৎসবে যাওয়া থেকে বিরত থাকার সিদ্ধান্ত নিয়েছিলেন আলিয়া। তবে এখন পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাওয়ায় সেই সিদ্ধান্ত বদল করেন অভিনেত্রী। তারপর শুক্রবারই আলিয়া পাড়ি দেন ফ্যাশনের শহরের উদ্যেশে। আর তারপর ‘কান’-এর রেড কার্পেটে আলিয়ার উপস্থিতি এক কথায় নজরকাড়া।