খুব সহজেই ভুয়ো খবরে বিশ্বাস করে ভারতীয়রা, বলছে সমীক্ষা
Indians believe fake news very easily, says survey

Truth Of Bengal: সম্প্রতি প্যারিসের একটি গবেষণা সংস্থা এক চমকপ্রদ তথ্য সামনে এনেছে। সেই রিপোর্টে বলা হয়েছে, ভারতীয়রা ভুয়ো খবর বা মিথ্যে তথ্য খুব সহজেই বিশ্বাস করে ফেলেন।
এই সমীক্ষা কিন্তু ছোট পরিসরে হয়নি। ভারত, আমেরিকা, ব্রিটেন ও ফ্রান্স—এই চারটি দেশের ৮৮০০ জন মানুষের উপর করা হয়েছে এই গবেষণা। এবং সেখানে দেখা গেছে, ভারতীয়দের ভুল খবর ও সঠিক খবরের মধ্যে ফারাক বোঝার ক্ষমতা তুলনায় কম।
ইপসোস গ্রুপ নামের সংস্থাটি এই সমীক্ষা করেছে। তারা জানিয়েছে, অনেক ভারতীয় কোনও খবরের শিরোনাম দেখেই তার সত্য-মিথ্যে বিচার না করেই বিশ্বাস করে ফেলেন। খবরের গভীরে না গিয়ে শুধু চটকদার শিরোনামে তারা প্রভাবিত হন।
উল্টো দিকে, আমেরিকা ও ব্রিটেনের নাগরিকরা অনেক বেশি সচেতন। তাঁরা খবরের সত্যতা যাচাই করে তারপর তাতে বিশ্বাস স্থাপন করেন।
বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ভুয়ো খবর খুব দ্রুত ছড়িয়ে পড়ে। রিপোর্ট বলছে, এই ধরনের ভুয়ো খবরের জালে ভারতীয়রাই সবচেয়ে বেশি জড়িয়ে পড়ছেন।
এই রিপোর্ট আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়, সচেতন না হলে ভুয়ো তথ্য আমাদের চিন্তাভাবনাকেই ভুল পথে চালিত করতে পারে। তাই প্রয়োজন আরও সতর্কতা ও খবর যাচাই করার অভ্যাস।