দেশ

তামিলনাড়ুতে বাস-টেম্পোর ভয়াবহ সংঘর্ষ, ঘটনাস্থলেই মৃত ৫

5 dead in horrific bus-tempo collision in Tamil Nadu

Truth Of Bengal: বুধবার রাতে তামিলনাড়ুর তাঞ্জিভুর-তিরুচিরাপল্লী জাতীয় সড়কে ঘটে গেল এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনা। সেংঘিকিপট্টি ব্রিজের উপর একটি সরকারি বাস এবং একটি টেম্পোর মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মৃত্যু হয় ৫ জনের।

পুলিশ সূত্রে জানা গেছে, রাতে দ্রুতগতিতে চলা দুটি গাড়ির একে অপরকে পাশ কাটাতে গিয়ে সংঘর্ষ ঘটে। জেলাশাসক প্রিয়াঙ্কা বালাসুব্রাহ্মণ্যম দুর্ঘটনার খবর নিশ্চিত করেছেন।

এই ঘটনার রেশ কাটতে না কাটতেই মনে পড়ছে গত ২০ মে-র একটি দুর্ঘটনার কথা। সেবার তামিলনাড়ুর শিবগঙ্গা জেলায় প্রাণ হারিয়েছিলেন পাঁচজন শ্রমিক। সেই ঘটনায় মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন শোকপ্রকাশ করে মৃতদের পরিবারকে ৪ লক্ষ টাকা এবং আহত ব্যক্তিকে ১ লক্ষ টাকা সাহায্য ঘোষণা করেন।

এছাড়া কর্নাটকের চিত্রদূর্গ জেলাতেও ১৮ মে একটি ভয়ংকর দুর্ঘটনায় একই পরিবারের চারজন প্রাণ হারান। অনুষ্ঠান শেষে ফেরার পথে তাদের গাড়ি একটি ট্রাক্টরে ধাক্কা মারে।

প্রতিনিয়ত এমন দুর্ঘটনা রাজ্যবাসীকে চিন্তিত করে তুলছে। বিশেষজ্ঞরা মনে করছেন, ট্রাফিক নিয়ম মেনে চলা এবং যানবাহনের নিয়মিত রক্ষণাবেক্ষণ ছাড়া এই দুর্ঘটনা রোধ সম্ভব নয়।

Related Articles