১১৩০ জন পুলিশকর্মীর হাতে সামার কিট, প্রশংসায় পুলিশ সুপার বৈভব তিওয়ারি
Summer kits handed over to 1,130 police personnel, Superintendent of Police Vaibhav Tiwari praises them

Truth Of Bengal: কৈলাস বিশ্বাস, বাঁকুড়া: চলতি তীব্র গ্রীষ্মে বাঁকুড়া জেলার তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসেরও ওপরে পৌঁছেছে। প্রচণ্ড দাবদাহে যেখানে সাধারণ মানুষও রাস্তায় বের হতে কষ্ট পাচ্ছেন, সেখানে নিরন্তর রাস্তায় দাঁড়িয়ে নিজেদের কর্তব্য পালন করে চলেছেন জেলার ট্রাফিক বিভাগে নিযুক্ত পুলিশ ও সিভিক কর্মীরা।
তাদের এই অক্লান্ত পরিশ্রম ও মানবিক দায়বদ্ধতার কদর করতে এবার সামনে এল বাঁকুড়া জেলা পুলিশ প্রশাসন। মঙ্গলবার বাঁকুড়া শহরের ভৈরবস্থান মোড়ে এক অনুষ্ঠানের মাধ্যমে ট্রাফিক কর্তব্যরত পুলিশ কর্মীদের হাতে সামার কিট তুলে দেওয়া হয়। এই কিটে ছিল ব্যাগ, ছাতা, গ্লুকোজ, ওআরএস, মাস্ক, তোয়ালে ইত্যাদি তাপপ্রতিরোধী উপকরণ।
জেলা পুলিশ সুপার বৈভব তিওয়ারির উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে জানানো হয়েছে, বাঁকুড়া জেলার বিভিন্ন প্রান্তে ট্রাফিকে কর্তব্যরত মোট ১১৩০ জন পুলিশ ও সিভিক কর্মীর হাতে এই সামার কিট তুলে দেওয়া হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলার উচ্চপদস্থ পুলিশ আধিকারিকরা এবং সাধারণ মানুষও এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। প্রচণ্ড গরমেও কর্তব্যে অটল পুলিশকর্মীদের পাশে দাঁড়িয়ে বাঁকুড়া পুলিশ যে মানবিকতার পরিচয় দিল, তা সত্যিই প্রশংসনীয়।