১৩২ জন কৃতি ছাত্র-ছাত্রীকে সংবর্ধনা! এক অনন্য অনুষ্ঠানের সাক্ষী নদিয়া
Reception for 132 meritorious students! Nadia witnesses a unique event

Truth Of Bengal: মাধব দেবনাথ, নদিয়া: নদিয়ার শান্তিপুর বিধানসভা এলাকায় অবস্থিত প্রত্যেকটি বিদ্যালয়ের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকে কৃতিত্বপ্রাপ্ত ১৩২ জন ছাত্র-ছাত্রীকে বিশেষ সংবর্ধনা জানানো হলো এক হৃদয়স্পর্শী অনুষ্ঠানে। শান্তিপুর পাবলিক লাইব্রেরি প্রাঙ্গণে মঙ্গলবার দুপুরে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শান্তিপুর বিধানসভার তৃণমূল বিধায়ক ব্রজ কিশোর গোস্বামী।
অনুষ্ঠানে যোগ দেন এলাকার বিশিষ্ট ব্যক্তিত্ব, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা এবং গর্বিত অভিভাবকেরা। সাধারণ মানুষের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো।
বিধায়ক জানান, গত তিন বছর ধরে এই সংবর্ধনা অনুষ্ঠান আয়োজিত হচ্ছে এবং ছাত্রছাত্রীদের মনোবল ও উৎসাহ বাড়াতে এ উদ্যোগ অব্যাহত থাকবে। তিনি আরও বলেন, “এবারের লক্ষ্য শুধু নবম স্থান নয়, রাজ্যের মধ্যে প্রথম স্থান অর্জন করতে হবে।”
বিশেষভাবে সম্মানিত হন শান্তিপুর মিউনিসিপাল উৎস বিদ্যালয়ের ছাত্র প্রজ্বল দাস, যিনি এ বছর মাধ্যমিক পরীক্ষায় রাজ্যের মধ্যে প্রথম স্থান অধিকার করেছে। তাঁকে পুষ্পস্তবক দিয়ে সংবর্ধনা জানান বিধায়ক স্বয়ং।
শিক্ষক-শিক্ষিকারা এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, এর ফলে পড়াশোনার প্রতি ছাত্রছাত্রীদের আগ্রহ আরও বাড়বে। অভিভাবকরাও সন্তানের কৃতিত্ব উদযাপনে আনন্দে উচ্ছ্বসিত ছিলেন। এই সংবর্ধনা অনুষ্ঠান যেন শুধুই এক আনুষ্ঠানিকতা নয়, বরং আগামী প্রজন্মকে আরও উচ্চতর লক্ষ্যের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার এক প্রেরণার উৎস।