দেশ

বিচারক হতে হলে চাই কমপক্ষে ৩ বছরের আইনজীবী অভিজ্ঞতা: সুপ্রিম কোর্ট

To become a judge, one must have at least 3 years of legal experience: Supreme Court

Truth Of Bengal: সুপ্রিম কোর্ট এক গুরুত্বপূর্ণ রায়ে জানিয়েছে, সিভিল জজ নিয়োগে আবারও তিন বছরের আইন প্র্যাকটিস বাধ্যতামূলক করা হয়েছে। মঙ্গলবার প্রধান বিচারপতি ভূষণ আর. গাভাই-এর নেতৃত্বে গঠিত বেঞ্চ এই সিদ্ধান্ত দেন। আদালত জানিয়েছে, “আদালতের কাজকর্ম এবং বিচারপ্রক্রিয়া বোঝার জন্য সরাসরি অভিজ্ঞতা সবচেয়ে প্রয়োজনীয়। শুধুমাত্র বই পড়ে বা ডিগ্রি নিয়ে বিচারক হওয়া উচিত নয়।”

কেন এই পরিবর্তন?

২০০২ সালে সুপ্রিম কোর্ট এই শর্ত তুলে দেয়, যাতে তরুণ মেধাবীদের বিচার বিভাগে আকৃষ্ট করা যায়। কিন্তু ২০ বছর পরে আদালত বলছে, সেই সিদ্ধান্ত প্রত্যাশামতো সফল হয়নি। অনেক নবীন বিচারক আদালতের পরিবেশ ও মামলার জটিলতা ঠিকভাবে বোঝেন না, যার ফলে ন্যায়বিচারে সমস্যা হচ্ছে।

কি বলছে আদালত?

  • “অভিজ্ঞ আইনজীবীরা মানুষের সমস্যা বুঝতে বেশি সক্ষম হন।”
  • “তাঁরা আদালতের রীতি-নীতি, মামলার পদ্ধতি এবং মানবিক দৃষ্টিভঙ্গি থেকে বিচার করতে পারেন।”

নিয়োগ প্রক্রিয়ায় নতুন নিয়ম:

  • আবেদনকারীদের তিন বছরের প্র্যাকটিসের প্রমাণ দিতে হবে।
  • অভিজ্ঞতা গণনা শুরু হবে প্রভিশনাল রেজিস্ট্রেশনের দিন থেকে।
  • অভিজ্ঞতা-সনদ দিতে হবে ১০ বছরের অভিজ্ঞ আইনজীবীর মাধ্যমে।
  • হাইকোর্ট বা সুপ্রিম কোর্টে প্র্যাকটিস করলে বিচারকের স্বাক্ষরসহ সনদ লাগবে।

এই রায় কাদের জন্য প্রযোজ্য?

যেসব রাজ্যে ইতিমধ্যেই নিয়োগ বিজ্ঞপ্তি জারি হয়েছে বা প্রক্রিয়া শুরু হয়েছে, সেখানে এই নতুন নিয়ম প্রযোজ্য হবে না। এটি পরবর্তী নিয়োগ থেকে কার্যকর হবে।

প্রসঙ্গত, ১৯৯৩ সালে এই তিন বছরের অভিজ্ঞতা নিয়ম চালু হয়। পরে ২০০২ সালে তা তুলে দেওয়া হয় শেঠি কমিশনের সুপারিশে। এখন আবার সেই পুরনো নিয়মেই ফিরল আদালত।

সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়ে দিল—ন্যায়বিচারের জন্য শুধু শিক্ষাগত যোগ্যতা নয়, চাই বাস্তব অভিজ্ঞতা ও মানবিক বোধ। বিচারকের আসনে বসতে হলে আগে আদালতের মাঠে ঘাম ঝরাতে হবে।

Related Articles