রাজ্যের খবর

নদিয়ায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা, মৃত ৬

Horrific road accident in Nadia, 6 dead

Truth Of Bengal: মাধব দেবনাথ, নদিয়া: সোমবার সকালেই নদিয়ার করিমপুরে ঘটে গেল এক মর্মান্তিক পথ দুর্ঘটনা। প্রাণ হারালেন পাঁচজন, যাঁদের মধ্যে রয়েছেন দুই মহিলা ও প্রাইভেট গাড়ির চালক। ঘটনাটি নিয়ে গোটা এলাকায় নেমে এসেছে শোকের ছায়া, সঙ্গে সৃষ্টি হয়েছে তীব্র চাঞ্চল্য।

প্রাথমিক তথ্য অনুযায়ী, মুর্শিদাবাদ থেকে কৃষ্ণনগরের দিকে যাচ্ছিল একটি ইকো গাড়ি। করিমপুর সংলগ্ন এলাকায় এসে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে একটি গাছে। সেই সময়েই পেছন দিক থেকে দ্রুতগতিতে ছুটে আসা একটি বেসরকারি যাত্রীবাহী বাস গিয়ে ধাক্কা মারে দাঁড়িয়ে থাকা ইকো গাড়িটিকে। সংঘর্ষ এতটাই ভয়ানক ছিল যে, গাড়িটি দুমড়ে-মুচড়ে যায়। এই  দুর্ঘটনায় ঘটনাস্থলেই ছয়জনের মৃত্যু হয়।

দুর্ঘটনার পর এলাকাবাসীরা ছুটে এসে উদ্ধার কাজে হাত লাগালেও ইকো গাড়ির ভেতর থেকে দেহ বের করা যাচ্ছিল না। শেষে পুলিশ এসে ক্রেন ডেকে গাড়িটিকে টেনে তুলতে সক্ষম হয় এবং মৃতদেহগুলোকে বের করে আনে। মৃতদের মধ্যে দুইজন মহিলা রয়েছেন, এছাড়া চালকও ঘটনাস্থলেই মারা যান বলে জানা গিয়েছে।

ঘটনার খবর পেয়ে করিমপুর থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। দুর্ঘটনার পর দেহগুলিকে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং মৃতদের নাম ও পরিচয় জানার জন্য তদন্ত শুরু করেছে পুলিশ।

তবে এই দুর্ঘটনা কীভাবে ঘটল, তা এখনও স্পষ্ট নয়। ইকো গাড়ি প্রথমে নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা মারে, নাকি বাসের ধাক্কায় গাড়িটি ছিটকে গিয়ে গাছে ধাক্কা খায়, তা খতিয়ে দেখছে পুলিশ। প্রত্যক্ষদর্শীদের বক্তব্য সংগ্রহ করা হচ্ছে এবং ঘটনার সময় বাস ও গাড়ির গতি ও নিয়ন্ত্রণ সংক্রান্ত তথ্য বিশ্লেষণ করা হচ্ছে।

Related Articles