IPL 2025খেলা

‘অপারেশন সিঁদুর’- র সময় কাশ্মীরেই ছিলেন নাইট ক্রিকেটার মইন আলির মা-বাবা

Knight cricketer Moeen Ali's parents were in Kashmir during 'Operation Sindoor'

Truth Of Bengal: পহেলগাঁওয়ে হামলার পর ভারত ‘অপারেশন সিঁদুর’ পরিচালনা করে। আর সেই সময় পাক অধিকৃত কাশ্মীরে ছিলেন নাইট ক্রিকেটার মইন আলির মা-বাবা।

সংবাদ সংস্থাকে মইন জানান, ‘পহেলগাঁওতে যখন জঙ্গি হামলায় ঘটনা ঘটে, তখন আমি আইপিএল খেলতে ব্যস্ত ছিলাম। আর আমার বাবা ও মা ছিলেন পাক অধিকৃত কাশ্মীরে এক আত্মীয়ের বাড়িতে। আর যেখানে ভারতীয় সেনাবাহিনীর মিশাইলগুলি আছড়ে পড়েছিল, সেখান থেকে আমার ওই আত্মীয়ের বাড়ি খুব একটা দূর নয়। মেরে কেটে এক ঘন্টার দূরত্ব।’

নাইট ক্রিকেটার এই কথাগুলি বলতে বলতে যেন বেশ নস্টালজিক হয়ে পড়েছিলেন। মইন আরও বলেন, ‘জানেন যে রাতে হামলা হয়েছিল, তারপর ওরা আমাকে ফোনে সবকিছু জানালে আমি আতঙ্কিত হয়ে পড়ি। কি করব বুঝে উঠতে পারছিলাম না আমার কি করা উচিত। আমি একপ্রকার পাগলের মত হয়ে গিয়েছিলাম। আর ঈশ্বরের কাছে প্রার্থনা করছিলাম যাতে ওরা সবাই সুস্থ থাকেন। এবং যখন আমার ওই আত্মীয়রা পরের দিন ইংল্যান্ডে ফিরে আসার বিমান ধরেন, তখন আমার মন শান্ত হয়।’

তবে এই ঘটনায় শুধু মইন নন, তাঁর স্ত্রী-ও সেই সময় মইন ভারতেই ছিলেন নাইট ক্রিকেটারের সঙ্গে। আতঙ্কিত হয়ে পড়েছিলেন তিনিও বলে জানান মইন। উল্লেখ্য মইন এখন ইংল্যান্ডে ফিরে গেছেন। তবে কঠিন ওই সময়ে নাইট টিম ম্যানেজমেন্ট যেভাবে তাঁদের পাশে দেখেছিলেন, তার জন্য নাইট কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান মইন। তিনি বলেন, ‘ওই সময়ে নাইট কর্তৃপক্ষ যেভাবে আমাদের পাশে থেকে আমার ও পরিবারের খোঁজ নিয়েছিলেন প্রতিনিয়ত তার জন্য ওদের প্রশ়সা করতেই হবে।’

Related Articles